।। প্রথম কলকাতা ।।
ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচে মানেই বিশ্বের শতকোটি ভক্তদের উন্মাদনা থাকে তুঙ্গে। সেই উন্মাদনা এবার পৌঁছালো মারামারিতে।ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে ধুন্ধুমার ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়াম। ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে মারামারিতে পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয়। মেসিরা গ্যালারিতে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও তাতে কোন লাভ হয়নি। শেষমেশ ক্ষোভে নিজের দল নিয়ে ড্রেসিংরুমে চলে যান লিওনেল মেসি। অবশেষে পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে লাঠিচার্জ করতে হয় পুলিশকে।
এদিন রিও ডি জেনেইরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপ কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছিল ব্রাজিল এবং আর্জেন্টিনা। কিন্তু খেলা শুরুর আগেই দুই দলের সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। ঘটনায় নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর শুরু হয় ম্যাচ। নীল-সাদা জার্সিকে ফুটবলারদের বুঝিয়ে সুঝিয়ে মাঠে নামতে রাজি করান ম্যাচ কর্মকর্তারা। তবে সব রাগ, ক্ষোভ দাঙ্গা এড়িয়ে টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে শেষ হাসিটা হাসে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাই। নিকোলাস ওটামেন্ডির করা একমাত্র গোলে জয় পায় লিওনেল মেসির দল।
মাঠের আগ্রাসী মনোভাব বজায় ছিল মাঠেও। এদিন খেলা শুরু হতেই রাফ এন্ড টাফ ফুটবল খেলা শুরু করে ব্রাজিলের ফুটবলাররা। শুরুর ৮ ও ১৪ মিনিটের মাথায় হলুদ কার্ড দেখেন যথাক্রমে ব্রাজিলের গ্যাব্রিয়েল জেসুস ও রাফিনহা। রাফ ফুটবল খেলে আর্জেন্টিনাকে ছত্রভঙ্গ করে দেওয়ার প্রচেষ্টা করে ব্রাজিল। ম্যাচে ফাউল হয়েছে ২২টি। যার মধ্যে ১৬টি করেছে সেলেকাওরা। ৬৩ মিনিটে হেডে বল জালে জড়িয়ে আর্জেন্টিনাকে কাঙ্খিত গোলটা এনে দেন নিকোলাস ওটামেন্ডি। আর সেই সঙ্গে ঘরের মাঠে ৬৪ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ভাঙল সেলকাওদের।
তবে দ্বন্দ্ব যেন পিছু ছাড়ছিল না। আঘাত-প্রতিঘাতে বিপর্যস্ত পুরো ম্যাচ। সেই ধারাবাহিকতায় ডি পলকে ফাউল করে ৮২ মিনিটের মাথায় লাল কার্ড দেখেন ব্রাজিলের স্ট্রাইকার জোলিন্টন। মাঠ থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ পাওয়ার পর রেফারির সঙ্গে তর্কাতর্কিতে জড়ান তিনি। যদিও এরপর আর ম্যাচে প্রভাব বিস্তার করতে পারেনি । বিশ্বকাপের যোগ্যতা অর্জন ম্যাচে উরুগুয়ের সঙ্গে ২-০ গোলে হেরেছিলেন মেসিরা। কিন্তু ৬টি ম্যাচের মধ্যে ৫টিতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল আর্জেন্টিনা। সেখানে তালিকায় ছয়নম্বর স্থানে রয়েছে ব্রাজিল।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম