।। প্রথম কলকাতা ।।
হামাস একেবারে জবুথবু হয়ে যাচ্ছে? ভারতের হাতে এলো কোন সুপারপাওয়ার? গাজার বিভীষিকা কাটাতে বিশ্বকে কোন মন্ত্র দিলেন নরেন্দ্র মোদী? মধ্যপ্রাচ্যের যুদ্ধের রিমোট কন্ট্রোল কি গ্লোবাল সাউথ? কোন টোটকায় থমকে যাবে ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ?প্যানিক মোডে চলে যাচ্ছে বিশ্ব। ভারতের ভরসায় কিভাবে ভেন্টিলেশন থেকে ফিরছে গাজা। রাশিয়া ইউক্রেন ফেইল। গাজা ট্র্যাজেডির এক মাস পার মধ্যপ্রাচ্যের যুদ্ধ গাজাকে তছনছ করে দিচ্ছে, তিলে তিলে শেষ করে দিচ্ছে। বিশ্ব কি শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে? এই পরিস্থিতিতে প্রশ্নটা তোলার ধক নেই অনেকের। অথচ এতো বড় প্ল্যাটফর্মে বসে বুক ঠুকে ইসরাইল প্যালেস্টাইন যুদ্ধ বন্ধের মন্ত্রে বাঁধলেন গোটা পৃথিবীকে। বড় অস্ত্র হয়ে দাড়াল গ্লোবাল সাউথ। বিশ্ব যা আগামী দিনে ভাববে, ভারত সেই ভাবনা অলরেডি ছকে ফেলেছে, বুঝিয়ে দিলেন মোদী। ঠিক কি ঘটেছে?
উন্নয়নশীল দেশগুলোর সংগঠন গ্লোবাল সাউথ। যে ভার্চুয়াল ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটে গাজ়াকে ঘিরে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
গাজা স্ট্রিপে ইজ়রায়েলি সেনার ধারাবাহিক হামলা এবং হতাহতের সংখ্যা যেভাবে বাড়ছে তা প্রতি মূহুর্তে উদ্বেগ উৎকণ্ঠা বাড়াচ্ছে গোটা বিশ্বের। সেই প্রসঙ্গ টেনেই মোদীর সাফ কথা, ‘‘হামাস এবং ইজ়রায়েলি সেনার সংঘর্ষে সাধারণ নাগরিকদের মৃত্যু কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। ভারত এর তীব্র নিন্দা করছে। তাছাড়া বর্তমান পরিস্থিতি পশ্চিম এশিয়ার উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।অনেক বড় কথা বলে দিয়েছেন। এই সংঘাতের শেষ কোথায়, চোখে আঙুল দিয়ে সেটাও দেখিয়ে দিয়েছে ভারত। সাধারণ মানুষের মৃত্যু রুখতে গোটা বিশ্বকে ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলতে হবে, এক হতে হবে, হাতে হাত মেলাতে হবে।
মনে করিয়ে দিই, প্যালেস্টাইনি জঙ্গি গোষ্ঠী হামাসের হামলার পরে দৃঢ় ভাবে ইজ়রায়েলের পাশে দাঁড়িয়েছিল ভারত। চলতি মাসের গোড়ায় প্যালেস্টাইন পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছিলেন মোদী। গাজ়ার সাধারণ প্যালেস্টাইনিদের মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি।
আর এদিনও হামাসের হামলার নিন্দা করার পাশাপাশি সাধারণ মানুষের মৃত্যু রুখতে দেখালেন সমাধানের পথ। দিনে দিনে গাজার পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে। ইসরায়েলি সেনার আক্রমণে গাজার বিভিন্ন হাসপাতাল, রাস্তায় সাধারণ মানুষের হাহাকারের ছবি দেখে আঁতকে উঠেছে বিশ্ব। হামাসকে জব্দ করতে, নিশ্চিহ্ন করে দিতে ইসরায়েল গাজার ওপরে যে অপারেশন চালাচ্ছে তাতে সায় নেই বিশ্বের অনেক দেশের। আর এবার সেই গাজার বিভীষিকা কাটাতে বিশ্বকে নতুন মন্ত্র দিলেন নরেন্দ্র মোদী।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম