।। প্রথম কলকাতা ।।
Swasthya Sathi Card: জনসাধারণকে চিকিৎসার ক্ষেত্রে সুবিধা দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে স্বাস্থ্য সাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে একের পর এক সমস্যা দেখা দিচ্ছে। একাধিকবার বিভিন্ন জায়গায় স্বাস্থ্য সাথী কার্ডের অনিয়মের অভিযোগ উঠে এসেছে। এবার স্বাস্থ্য সাথী কার্ডে রোগী ভর্তি হওয়ার পরেও তাঁর পরিবারের কাছ থেকে কয়েক হাজার টাকা নেওয়ার অভিযোগ। যার কারণে ২৫ হাজার টাকা জরিমানা দিতে হল নিউ টাউনের এক হাসপাতালকে।
আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে পাওয়া তথ্য অনুযায়ী, স্বাস্থ্য কমিশনের তরফ থেকে জানা যায়, উত্তর ২৪ পরগনার বাসিন্দা উদয় বসু নামে এক ব্যক্তি গত সেপ্টেম্বর মাসে নিউটাউনের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন। পরবর্তীতে যদিও মৃত্যু হয় তাঁর। ওই বৃদ্ধের চিকিৎসা স্বাস্থ্য সাথী কার্ডে হওয়ার কথাই ছিল । কিন্তু তারপরেও পরিবারের কাছ থেকে হাসপাতাল কর্তৃপক্ষ প্রায় ৯৫ হাজার টাকা নেয়, এমনটাই অভিযোগ। টাকা নেওয়ার পরেও কোনরকম রশিদ দেওয়া হয়নি।
অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বেড না থাকার কারণে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসা করা সম্ভব হয়নি। যার কারণে রোগীর পরিবারের কাছ থেকে নগদ ৪৫ হাজার টাকা নেওয়া হয়েছিল। ওই রোগীর পরিবার স্বাস্থ্য কমিশনের অভিযোগ দায়ের করার পর তাঁরা বিষয়টি খতিয়ে দেখেন। পরবর্তীতে স্বাস্থ্য কমিশন জানতে পারে ওই রোগীর চিকিৎসা বাবদ হাসপাতাল স্বাস্থ্য সাথী দফতরে ক্লেম করে ১৯ হাজার ৮০০ টাকা। কাজেই বিষয়টি যে বড়সড় প্রতারণার তা একেবারেই স্পষ্ট বলে জানান স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অসীম বন্দোপাধ্যায়।
মঙ্গলবার এই মামলার শুনানি ছিল। সেখানেই নিউটাউনের ওই হাসপাতালকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ৪৫,০০০ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বাকি যে ৫০,০০০ টাকা নেওয়ার অভিযোগ তুলেছিলেন রোগীর পরিবার সেই বিষয়টি বর্তমানে বিধাননগর কমিশনারেটের পুলিশ কমিশনারের তদন্তাধীনে রয়েছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম