।। প্রথম কলকাতা ।।
ধনতেরাসে হামলে পড়ে ঝাঁটা কিনছেন সকলে কিন্তু ঝাঁটা বা ঝাড়ু কিনতেই হবে কেন? আগে তো কখনও এমন নিয়ম ছিলই না! সোনা-রুপো নয়! এসময় ঝাড়ুর কদর বেড়ে যায়। ভালো করে দেখবেন ঝাঁটার গায়ে সাদা সুতো বাঁধা ্ধনতেরাসে ওটাই কিন্তু আসল ২০ টাকা দামেরটাই বিত্রি হচ্ছে ১০০ টাকায় কিন্তু ঝাঁটা তো অনেকরকমেরই হয় প্লাস্টিক থেকে নারকেলের কাঠি! কিনবেন কোনটা? ধনতেরাসে শুধু ঝাঁটা কিনলেই হল না করতে হয় এই উপাচার! নিয়ম না মানলে কিন্তু কোনও লাভ নেই। ধনতেরাসে ঝাঁটা কেনা কেন শুরু হল? কিনে আসলে কী লাভ! সেই সব তথ্য নিয়ে আজকের এই প্রতিবেদন। ঝাড়ুর সঙ্গে মা লক্ষ্মীর বিশেষ সম্পর্ক রয়েছে। ঘরে সুখ আসবে। টাকার অভাব থাকবে না। সংসারে শান্তি ফিরবে। চাকরি আটকে থাকলে পেয়ে যাবেন শীঘ্রই।তাই ধনতেরাসে ঝাঁটা কেনা শুভ বলে মনে করা হয়। কিন্তু, ঝাঁটা বা ঝাড়ু শুধু কিনলেই হয় না৷ ধনতেরাসে কিছু বিশেষ নিয়ম রয়েছে।
ধনতেরাসের দিন ঝাড়ু কেনার পর প্রথমে মা লক্ষ্মীর পুজো করুন। তারপর ঝাড়ুতে একটি সাদা সুতো বেঁধে দিন বলা হয় এতে দেবীর বিশেষ কৃপা থাকে। শুধু তাই নয় এতে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে সফলতা আসবেই। ঝাড়ু কিনতে হলে অবশ্যই ফুলঝাড়ু বা নারকেলের কাঠি ঝাঁটা কিনবেন। সেই ঝাঁটা কোনও ভাবেই যেন সরু না হয় ভাল মোটা, ঘন ঝাঁটা না কিনলে কিন্তু কোনও লাভ নেই। কোনও ভাবে ঝাড়ুর কোনও কিছু যেন ভাঙা না থাকে। এমনকি নারকেলের ঝাঁটার কাঠিও যেন ভাঙা না থাকে সেদিকে বিশেষ নজর দিন। প্লাস্টিকের ঝাড়ু কখনওই কিনবেন না। নতুন ঝাড়ু কেনার পর আপনার বাড়িতে যদি পুরনো ঝাড়ু থাকে তা কিন্তু ফেলে দেবেন। ঝাড়ু কেনার অর্থ আপনি দারিদ্র্যকে ঘর থেকে বিদায় করছেন। কারণ বলা হয়, ধনতেরাসে ঝাঁটা কিনলে সমস্ত দুঃখ দারিদ্র্য চিরদিনের মতো বাড়ি থেকে দূর করে দেওয়া যায়।
ধাতু বা গয়নার সাথে কেনা হয় মা লক্ষ্মীর প্রতীক ঝাড়ু। যা দিয়ে নাকি ময়লা পরিষ্কারের মতো সংসারের সমস্ত অকল্যাণকে দূরে রাখা যায়। তাই ঘরের এক কোণায় থাকা ঝাড়ুটাও এই দিনে হয়ে ওঠে মা লক্ষ্মীর প্রতীক। ঝাড়ুর অপমানে নাকি লক্ষ্মীর অপমান হয়। ধন্বন্তরি ত্রয়োদশী থেকেই ধনতেরস কথাটি এসেছে বলে মনে করেন অনেকে। হিন্দু ধর্ম মতে এদিনই বিষ্ণুর থেকে লক্ষ্মীর কাছে শক্তি প্রবাহিত হয়। এই শক্তি সেখান থেকে গোটা সৃষ্টির মধ্যে ছড়িয়ে দেন লক্ষ্মী দেবী।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম