।। প্রথম কলকাতা ।।
School Teacher Attempt Suicide: ২০১৯ সালে চড়া সুদে ঋণ নিয়ে মহা ফাঁপরে স্কুল শিক্ষক। ঋণ করা টাকার আসল শোধ না দিতে পেরে চরম হেনস্তার শিকার গোটা পরিবার। অবশেষে আত্মহননের পথ বেছে নিলেন কাটোয়ার এই স্কুল শিক্ষক। যদিও বিষয়টি তাঁর স্ত্রী জানতে পারায় এ যাত্রায় প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। এই ঘটনায় সুদ কারবারিদের বিরুদ্ধে কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেন ওই স্কুল শিক্ষক । বর্তমানে অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে চার জনকে।
ঠিক কী ঘটেছিল ওই স্কুল শিক্ষকের সঙ্গে ?
স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী, কাটোয়ার (Katwa) ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনিমেষ সরকার। পেশায় তিনি একজন স্কুল শিক্ষক। তাঁর বাবার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যাওয়ায় তাকে চিকিৎসার জন্য ঋণ নিতে হয়েছিল। পরিচিত ব্যক্তির কাছ থেকেই টাকা ধার নিয়েছিলেন স্কুল শিক্ষক। ২০১৯ সালে প্রায় ৫ লক্ষ টাকা ধার নিয়েছিলেন অনিমেষ। পরবর্তীতে তাঁর আরও টাকার প্রয়োজন হওয়ায় একাধিক সুদ কারবারীদের কাছ থেকে টাকা নেন তিনি। স্কুল শিক্ষকের দাবি, প্রতি মাসেই প্রত্যেক সুদ কারবারিকে সুদের টাকা সহ আসলও দিতেন তিনি। কিন্তু বর্তমানে ওই কারবারিদের দাবি , স্কুল শিক্ষক আসল টাকাই ফেরত দেননি।
টাকা দেওয়ার জন্য ক্রমাগত সুদ কারবারিরা চাপ সৃষ্টি করতে থাকেন এই স্কুল শিক্ষকের উপর। এমনকি টাকা না দিলে তাঁর পরিবারকে খুন করার হুমকি পর্যন্ত দেওয়া হয়। এই পরিস্থিতিতে কোন পথ না দেখতে পেয়ে একটি সুইসাইড নোট লেখেন ওই স্কুল শিক্ষক। যদিও পরবর্তীতে তাঁর স্ত্রী সুইসাইড নোটটি দেখেন। এরপরই সরকার দম্পতি সোজা গিয়ে উপস্থিত হন কাটোয়া থানায়। সেখানে নয় জন সুদ কারবারির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তাদের মধ্যে রয়েছেন সন্দীপ কোনার, চঞ্চলকুমার দে, পীযূষকান্তি দে এবং মৃণালকান্তি দে সহ আরও তিনজন। আপাতত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ । বর্তমানে পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকায় সুদের কারবারিদের একটি চক্র কাজ করছে । আর সেই চক্রের ফাঁদে পড়েছিলেন স্কুল শিক্ষক অনিমেষ । এমনটাই প্রাথমিক তদন্তের ভিত্তিতে দাবি পুলিশের।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম