।। প্রথম কলকাতা ।।
DHANTERAS: ধনতেরাসে সোনা, রুপো কেনা শুভ কেন জানেন? কিন্তু সোনার যা দাম!যাঁদের সামর্থ্য নেই তারা কী করবেন! পকেট বাঁচিয়ে ধনতেরসে আর কী কিনলে আপনার পরিবারের মঙ্গল হবে? ধনতেরাসে এই কাজগুলো করলে কপাল খুলবে আপনার। দীপাবলির আগেই আসে ধনতেরস। বহু বছর ধরে বছরের এই দিনটায় সোনা কিংবা রুপো কেনার চল চলে আসছে। দীপাবলিতে যেমন আলো জ্বালিয়ে অন্ধকার দূর করা হয়। কিন্তু ধনতেরসে কেন সোনা কিংবা রুপো কেনা হয় ?
বিশ্বাস করা হয় ধন সম্পত্তি বৃদ্ধির জন্য সবথেকে শুভদিন এটাই। সোনা এবং রুপো অশুভ শক্তি কিংবা যেকোনও নেতিবাচক শক্তির হাত থেকে রক্ষা করে। তাই এইদিনে সোনা কিংবা রুপো কেনা হয়। মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাওয়া যায়। ব্যবসায়ী সম্প্রদায়ের কাছে দিনটি খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই মা লক্ষ্মীকে পুজো করেন। সম্পদের দেবতা কুবেরও এ দিন পূজিত হন। ধন সম্পত্তি বৃদ্ধির শুভদিন বলা হয় এদিনকেই কিন্তু ধনতেরাসের আগেই লাফিয়ে বাড়ছে সোনার দাম। তাহলে কী করবেন? ধনতেরাসে ঘরের এই টুকটাক জিনিস কিনতেও মা লক্ষ্মী আপনার উপর প্রসন্ন হবেনই।
ধনতেরাসের দিন গোটা ধনে কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ধনতেরাসের দিন, গোটা ধনে এনে দেবী লক্ষ্মীকে নিবেদন করুন। তারপরে এটি আপনার বাড়ির বাগানে, মাঠে বা পাত্রে বপন করুন। এটি বিশ্বাস করা হয় যে এর কারণে সারা বছর আপনার বাড়িতে কোনও অভাব হবে না। বৈদ্যুতিন সামগ্রী যেমন ফ্রিজ, মোবাইল ফোন বা মাইক্রোওভেন কিনতে পারেন এদিন। নতুন কেনা সামগ্রী উত্তর-পশ্চিম দিকে রাখুন। এছাড়া আপনার পেশার সঙ্গে সম্পর্কযুক্ত যে কোনও সামগ্রী ধনতেরসে কেনা যায়। যেমন ব্যবসায়ীরা অ্যাকাউন্ট রেজিস্টার কিনতে পারেন। অফিসের পশ্চিম দিকে এটি রাখবেন। যাঁরা লেখাপড়ার কাজের সঙ্গে যুক্ত তাঁরা পেন কিনতে পারেন।
পিতলের বাসন কেনার সবথেকে বেশি ভাল। ধনতেরাস দিন পিতলের বাসন কিনলে ধন্বন্তরি দেবতা খুব খুশি হন। ধরতেরসে আবির্ভূত হন ধন সম্পত্তির দেবতা কুবের। তিনি আশীর্বাদ করেন। যাতে সম্পত্তির বৃদ্ধি ঘটে। তারইসঙ্গে আশীর্বাদ করেন দেবী লক্ষ্মীও। দুই দেবতার পুজো করলে ধন সম্পত্তি বৃদ্ধি পায়। ঘর ভরে ওঠে সুখ, সমৃদ্ধিতে। জীবন থেকে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে সেখানে সুখ সমৃদ্ধির বৃদ্ধি ঘটানোর জন্য পালন করা হয় ধনতেরস। আরও জানা যায়, এই বিশেষ দিনে ঘরে কোনও খালি বাসন নিয়ে আসতে নেই। বরং, তাতে চাল, দুধ কিংবা শস্যদানা ভরে নিয়ে আসা দরকার। তবেই সংসারের শ্রী বৃদ্ধি হয়। এমনটাই বিশ্বাস।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম