।। প্রথম কলকাতা ।।
আপনার ফোনটা একবার দেখুন তো। হোয়াটসঅ্যাপ কাজ করছে? কোন ভার্সন ব্যবহার করছেন সেটা একবার দেখে নিন। কারণ, ফের হাজার হাজার ফোন থেকে সাপোর্ট তুলে নিচ্ছে হোয়াটসঅ্যাপ। আপনার ফোনটি সেই তালিকায় নেই তো! থাকলে মহা সমস্যা। ভাবুন তো, হোয়াটসঅ্যাপ ছাড়া চলবে কি করে! তবে কি আবার মোটা টাকা খরচ করে ফোন কিনতে হবে আপনাকে? বিজয়া দশমীর পর আঠারো রকমের ফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে গিয়েছে। তার ফলে ফোনগুলি রাতারাতি একরকম বাতিলের তালিকায় চলে গিয়েছে।সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ফের সেই পথেই হাঁটার কথা জানিয়ে দিল বিশ্বের সবথেকে জনপ্রিয় এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম। হোয়াটসঅ্যাপ বন্ধ হওয়ার আগে অবশ্যই নোটিফিকেশন দেবে ইউজ আর কে। মানে টেনশন করার কিছু নেই। কিন্তু বার বার কেন এই পথে হাঁটতে হচ্ছে তাদের? এবার কোন কোন ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ?
হোয়াটসঅ্যাপ ছাড়া এখন দিন চলে না আমাদের অনেকেরই। এই প্ল্যাটফর্মে এখন অনেক অফিসিয়াল কাজও চলে। তাই ফোনে হোয়াটসঅ্যাপ না থাকলে সমস্যার শেষ নেই। ২৪ অক্টোবর বহু ফোন থেকে সাপোর্ট তুলে নিয়েছে হোয়াটসঅ্যাপ। তার ফলে চরম সমস্যায় পড়তে হয়েছে হাজার-হাজার মানুষকে। মোটা টাকা খরচ করে নতুন ফোন কিনতে বাধ্য হয়েছেন অনেকেই। বাকিরা স্বস্তির নিঃশ্বাস ফেলছিলেন। কিন্তু তা দীর্ঘস্হায়ী হল না।ফের একগুচ্ছ ফোন থেকে হোয়াটসঅ্যাপ তার সাপোর্ট বন্ধ করে দিতে চলেছে। মেটার ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম একথা ঘোষনা করেছে। তাদের তরফ থেকে জানানো হয়েছে, অ্যান্ড্রয়েড ফোর পয়েন্ট ফোর ফোনগুলিতে আর হোয়াটসঅ্যাপ কাজ করবে না। আরও সহজ করে বললে, কিটক্যাট নামে বেশি জনপ্রিয় ওএস সাপোর্টেড ফোনগুলিতে আর হোয়াটসঅ্যাপ কাজ করবে না। এর কারণ হল, গুগলও এই সফটওয়্যারটিকে এই মুহূর্তে একপ্রকার অকেজো বলেই জানিয়ে দিয়েছে।
এতো পুরনো অপারেটিং সিস্টেম থেকে গ্রাহকদের একাধিক বিপদের সম্ভাবনাও থেকে যায়। সেই দিকটা মাথায় রেখেই হোয়াটসঅ্যাপ এবার কিটক্যাট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ফোনগুলি থেকে তার সাপোর্ট তুলে নিচ্ছে। এছাড়াও বেশ কিছু ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ। সেই তালিকায় রয়েছে Samsung galaxy S2,Nexus 7, iPhone 5, iPhone 5c, Samsung galaxy tab 10,Samsung galaxy s,htc desire hd,lg optimus 2x। এই ফোনগুলি সহ আরো অনেক ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ। পরিষ্কার জানিয়ে দেওয়া যাক, এই ফোনগুলি আর হোয়াটসঅ্যাপের কোনও আপডেট পাবে না।
এইসব তালিকায় আপনার ফোন রয়েছে কিনা কিভাবে বুঝবেন?
প্রথমত ফোনের সেটিংস এ গিয়ে অ্যাবাউট অপশনে ক্লিক করুন। সেখানে সফটওয়্যার ইনফরমেশন ট্যাব রয়েছে।সেখানে ক্লিক করলে ফোনের অপারেটিং সিস্টেম সম্পর্কে জানতে পারবেন। এখন থেকে Android OS 5.0 এবং তার পরবর্তী ভার্সনের ফোনগুলিতেই হোয়াটসঅ্যাপ করা যাবে। iOS সাপোর্টেড ডিভাইসগুলির ক্ষেত্রে আইওএস 12 ও তার পরের ভার্সন ও Kai os 2.5.0 ও তার পরের ভার্সনগুলিতে হোয়াটসঅ্যাপ চালু থাকবে। একইভাবে জিও ফোন ও জিও ফোন টু তেও হোয়াটসঅ্যাপ চালু থাকবে। ফোন ব্যবহারকারীদের সুবিধার জন্যই হোয়াটসঅ্যাপ প্রতিনিয়ত তার প্ল্যাটফর্ম আপডেট করে।নিরাপত্তা সংক্রান্ত কোনও গলদ থাকলে তা শুধরে নেয় সেই আপডেটের মাধ্যমে। পাশাপাশি নতুন ফিচার্সও নিয়ে আসে প্ল্যাটফর্মটি। তার ফলে Android, iOS এবং Web ভার্সনের হোয়াটসঅ্যাপ প্রতি মাসেই প্রায় নতুন সিস্টেম আপডেট পায়। সেই সিস্টেম আপডেটগুলি নতুন অপারেটিং সিস্টেমের জন্যই নিয়ে আসা হয়। সেই কারণে পুরনো অপারেটিং সিস্টেমে কিছু না কিছু গলদ থেকেই যায়। ধীরে ধীরে সেই পুরনো OS থেকে সাপোর্টও সরিয়ে নেয় হোয়াটসঅ্যাপ। সেই কারণেই হাজার হাজার ফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাচ্ছে।
বন্ধ হতে চলা হোয়াটসঅ্যাপের তথ্য কিভাবে সংগ্রহ করবেন?
বর্তমানে পুরনো ফোন থেকে হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্ট্রি নতুন করে ট্রান্সফার করা এখন অনেক সহজ হয়ে গিয়েছে। চ্যাট হিস্ট্রির পাশাপাশি মিডিয়া এটাচমেন্ট ট্রান্সফার করা যাবে। এজন্য দুটো ডিভাইসেই একই ধরনের অপারেটিং সিস্টেমের সাপোর্ট থাকা প্রয়োজন।অর্থাৎ এনডরয়েড থেকে এন্ড্রয়েড ফোনে কিংবা আইফোন থেকে আইফোন চ্যাট হিস্ট্রি ট্রান্সফার করা যাবে। কিউ আর কোডের সাহায্যে হোয়াটসঅ্যাপের মেসেজ বিভিন্ন মিডিয়া ফাইল যেমন ডকুমেন্ট লিংক ভিডিও এখন থেকে অন্য ফোনে ট্রান্সফার করা যাবে। তবে হোয়াটসঅ্যাপ কল হিস্ট্রি বা পেমেন্ট হিস্ট্রি ট্রান্সফার করা যাবে না। পুরোনো ফোন ব্যবহার করে কিউআর কোড স্ক্যান করতে হবে। দুটো ফোন কানেক্ট হওয়ার অনুমতি পাওয়া গেলেই শুরু হবে চ্যাট হিস্ট্রি ট্রান্সফার পদ্ধতি। একবার চ্যাট হিস্ট্রি ট্রান্সফার পদ্ধতি শেষ হয়ে গেলে নতুন ডিভাইস প্রোফাইলের সেটআপ করে নিতে হবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম