।। প্রথম কলকাতা ।।
winter Hair Care: শীত আসলে চুলে জল দেওয়া বন্ধ করে দেন? চুল ধোয়ার জন্য কেমন জল ব্যবহার করা ভালো? ঠান্ডা নাকি গরম! চুল পড়ে পড়ে মাথা বড় টাক শীতে কীভাবে চুলের যত্ন নেবেন? শীতে ঠাণ্ডার হাত থেকে বাঁচতে অনেকেই গরম জল দিয়ে চুল ধুতে পছন্দ করেন। অনেকে দিনের পর দিন চুলে জল দেন না। খুসকি, মাথার ত্বকে চুলকানির মতো কয়েকটি সমস্যা বেড়ে যায়। চুল পড়ে পড়ে মাথায় কিছুই থাকে না। স্নানের সময় আপনিও শীতকালে এই ভুল করছেন না তো?
শীতকালে ঠান্ডা লাগার ভয়ে আমরা অনেকেই গরম জলে চুল ধোওয়া শুরু করি কিন্তু জানেন? গরম জল চুলের জন্যও অত্যন্ত ক্ষতিকারক। গরম জল চুলের হাইড্রোজেন বন্ডকে ভেঙে দেয়, ফলে চুল প্রায় ১৮ শতাংশের বেশি ফুলে ওঠে মাথার ত্বক আরও শুকিয়ে যায়, চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে, চুল রুক্ষ-শুষ্ক এবং ফ্রিজী হয়ে যায়। আপনি বুঝতেও পারবেন না চুলের কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে। তাহলে কী করবেন?ঠান্ডা জলে শীতে স্নান করবেন কীভাবে?
ঠান্ডা জলে যদি চুল ভেজাতে পারেন তাহলে খুবই ভালো চুল এবং মাথার ত্বকের আর্দ্রতাকে লক করে। ফলে চুল হয় মসৃণ। শীতকালে ঠান্ডা জলে স্নান ও শ্যাম্পু করলে বেশ কিছু সমস্যাও আছে যা চুলকে চ্যাপ্টা করে দেয়। মনে হয় ভলিউম কমে গিয়েছে তাহলে কী করবেন? হতাশ হবেন না ইষদুষ্ণ জলে চুল ভেজান, জল সামান্য গরম করে নিন তার সঙ্গে ঠান্ডা জল মিশিয়ে তাপমাত্রা সাধারণ করুন সেই জলে স্নান করুন এতে যেমন আপনার চুল ভালো থাকবে পাশাপাশি ত্বকও ভালো থাকে। তবে শীতকালে চুলের যত্ন নিতে গেলে কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে।
শীতকালে চুল ধোওয়ার সময় শ্যাম্পু বেশিক্ষণ চুলে রাখা উচিত নয়। বর্ষা ও গরমের সময় চুলে দীর্ঘক্ষণ শ্যাম্পু করা হয় কারণ সেই সময় চুলে প্রচুর সিবাম আসে কিন্তু শীতের মৌসুমে সেভাবে সিবাম আসে না তাই শ্যাম্পু করে দ্রুত চুল ধোওয়া প্রয়োজন। শীতকালে দীর্ঘক্ষণ চুল ধোওয়ার ফলে চুলের গোড়ার প্রাকৃতিক তেল কমে যায়। যার কারণে চুল পাতলা ও প্রাণহীন হয়ে পড়ে। চুলে শ্যাম্পু দিয়ে ধোওয়ার পর চুলে কন্ডিশনার লাগান তবে বেশি কন্ডিশনার ব্যবহার করবেন না। অতিরিক্ত কন্ডিশনার ব্যবহার করলে চুল পাতলা হয়ে যেতে পারে।
শীতকালে চুলের যত্ন নেওয়ার নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। সেই নিয়ম মেনে চুলের যত্ন নিলে কোনও সমস্যা তৈরি হয় না। কিন্তু আপনি যদি নিয়মিত যত্ন নিতে পারেন, তবে অনেক সমস্যাই সমাধান হয়। একটু চেষ্টা করলে চুলের শুষ্ক ভাব কটিয়ে জেল্লা ফিরে পেতে পারেন। শুধু স্নানের সময় এই কটা বিষয় খেয়াল রাখুন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম