।। প্রথম কলকাতা ।।
দামী দামী ময়শ্চরাইজার কিনে মাখছেন ত্বকের কতটা ক্ষতি হচ্ছে জানেন? শীতের হালকা আমেজে হাত-পা টানছে, বাড়িতে এভাবে বানান ময়শ্চরাইজার এবার একটা পাকা কলা দিয়ে শীতে ত্বকের সব সমস্যা দূর হবে। একটা পাকা কলা দিয়ে ময়শ্চরাইজার বানানো যায় জানেন? একটা পাকা কলা চটকে তাতে দিন দুই টেবিল চামচ মধু এটাকে মিশিয়ে একটা পেস্ট বানান। সেটা মুখে লাগিয়ে ২৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটা যেমন আপনার ত্বককে ইনফেকশন বা অ্যালার্জির হাত থেকে বাঁচাবে তেমনই ময়েশ্চারাইজ করবে। একটা পাকা কলা চটকে নিন, তাতে কয়েক চামচ ফ্রেশ ক্রিম দিন এরপর এটাকে মিশিয়ে মুখে লাগিয়ে কুড়ি মিনিট রাখুন, তারপর মুখ ধুয়ে নিন, আর ফল দেখুন নিজেই।
নিয়মিত দুধ খাওয়া ছাড়াও এই দুধ দিয়ে তৈরি করা যায় ময়েশ্চারাইজার। দুধের সঙ্গে চন্দনের গুঁড়ো কিংবা মুলতানি মাটির সঙ্গে দুধ মিশিয়ে মাখলেও ত্বক প্রাণ ফিরে পাবে। শীতের শুষ্কতা থেকে ত্বককে দূরে রাখতে মাখন দারুণ কাজ করে। রাতে শোয়ার আগে কিছু পরিমাণ মাখন মুখে ও গলায় লাগিয়ে নিন। লাগাতে পারেন হাতেও সকালে ঘুম থেকে উঠে উষ্ণ গরম জলে ভালো করে মুখ ধুয়ে ফেলুন।
বাজার থেকে অ্যালোভেরা গাছের পাতা নিয়ে আসুন পাতার ভিতর থেকে জেল বার করে ভালো করে ত্বকে মাসাজ করুন, শুষ্ক ত্বকের ক্ষেত্রে খুব কাজের অ্যালোভেরার সঙ্গে জল মিশিয়ে গরম করে নিন, এবার তা ঠাণ্ডা করে ত্বকে সরাসরি লাগিয়ে নিতে পারেন। এর সঙ্গে সামান্য মধু মিশিয়েও ব্যবহার করতে পারেন।
অয়েলি স্কিনের জন্য শশা খুব কাজের। শশার রসে তুলো ভিজিয়ে নিয়মিত মুখ পরিষ্কার করুন। ত্বকে জেল্লা ফিরিয়ে আনতে শশা খুব কাজে দেয়।
বাজারে যে সব ময়েশ্চারাইজার পাওয়া যায় তা বেশি মোটেই ব্যবহার করা ভালো না। অনেক ক্রিমে মুখ বেশি তেলতেলে হয়ে থাকে। আর এর ফলে ময়লাও জমে বেশি। ত্বকের যত্নে নামি দামি প্রোডাক্ট অনেকেই ব্যবহার করে থাকেন৷ দামি প্রোডাক্টের কিনতে গিয়ে একগাদা টাকাও ধ্বংস হয়৷ কিন্তু বেশিরভাগ সময়েই দেখা যায় যে দাম দিয়ে কেনা বস্তুটি কোনও কাজে এল না৷
বাড়িতেই আছে এমন কয়েকটি জিনিস যার ব্যবহারে ফিরে আসবে ত্বকের হারানো জেল্লা৷ শীতের সব সমস্যা দূর হবে। ত্বকে লেগেছ শীত টান ৷ জলদিই শুষ্ক হয়ে পড়ছে ত্বক ৷ এই সময়ই তাই চাই একটু বেশি যত্ন৷ কিন্তু জানেন কি? বাজারের ময়েশ্চারাইজার ছেড়ে বাড়িতে তৈরি ময়েশ্চারাইজার কিন্তু এই সময় সবচেয়ে ভালো বলছেন বিশেষজ্ঞরা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম