।। প্রথম কলকাতা ।।
দশমীতে ঝেঁপে বৃষ্টি হবে বাংলায়। অষ্টমী থেকেই কি বিগড়ে যেতে পারে আবহাওয়া? ক্রমশ ধেয়ে আসছে নিম্নচাপ। কোন কোন জেলা নবমী দশমী বৃষ্টি হবে? বৃষ্টির পূর্বাভাসে বুক দুরু দুরু আমজনতার। অষ্টমী পর্যন্ত কি রেহাই পাওয়া যাবে? নাকি অষ্টমীর সন্ধে থেকে হবে দুর্যোগের শুরু? আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলা নিয়ে পূর্বাভাস দিল? অষ্টমী পর্যন্ত রাজ্যে উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার প্রভাব থাকবে। রবিবার পর্যন্ত পরিষ্কার আকাশ। তাই অষ্টমীতে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। কিন্তু চিন্তা বাড়াচ্ছে নবমী ও দশমী। অষ্টমী পর্যন্ত রাজ্যে উত্তর পশ্চিমের শীতল হাওয়ার প্রভাব থাকবে। নিম্নচাপের প্রভাবে সোমবার অর্থাৎ নবমী থেকে একটু একটু করে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এদিকে উপকূলের জেলাগুলির আকাশ মেঘলা হতে পারে। হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
কারণ দশমীর দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গজুড়ে থাকবে মেঘলা আকাশ। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে উপকূলের জেলাগুলিতে হালকা ঝোড়ো হাওয়া সঙ্গে থাকছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরেও বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের আকাশ মেঘলা হতে শুরু করবে। ২৩ অক্টোবর সোমবার বেলার দিকে ও রাতের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আর উত্তরবঙ্গও সেখানেও কি হবে এমনই অবস্থা? এদিকে পুজোর আবহেই বঙ্গপোসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগর এলাকায় এই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বলে মৌসম ভবনের তরফে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে শক্তিশালী হয়ে এই ঘূর্নাবর্ত। নিম্নচাপে পরিণত হবে জানিয়েছে মৌসম ভবন। অন্যদিকে আরব সাগরেও তৈরি হয়েছে আরও একটি নিম্নচাপ। দক্ষিণ-পূর্ব এবং পূর্ব মধ্য আরবসাগরে সৃষ্ট এই নিম্নচাপটি আগামী ৪৮ ঘণ্টায় আরও শক্তি বাড়াবে। এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণা বাতাসে ভর করে জলীয় বাষ্প ঢুকবে বাংলায়। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি অংশে ষষ্ঠীর পর থেকে পুজোর কটাদিন আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই তবে আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং, কালিম্পং-সহ পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছেধীরে ধীরে জলীয় বাষ্পের পরিমাণ কমবে। পুজোর সপ্তাহে গোটা উত্তরবঙ্গের সবকটি জেলাই মোটের উপর শুষ্ক থাকবে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে এমনটাই
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম