।। প্রথম কলকাতা ।।
Weather Update: ঘূর্ণাবর্তের চক্রব্যূহে আটকে বাংলা। দুর্গাপুজো পুরোই মাটি? ভাইটাল দুটো দিনে কোন কোন জেলায় জারি রেড অ্যালার্ট? বড় খবর! সুপার এল নিনোর এফেক্ট, আর শীত পড়বে না? মারাত্মক জলবায়ু প্যাটার্ন, আশঙ্কায় আবহবিদরা। ঝেঁপে বৃষ্টি বাংলায়? আশঙ্কাই তাহলে সত্যি হয়ে গেল? ষষ্ঠী সপ্তমী অষ্টমী যেমন তেমন, নবমী দশমী টা সেফ তো? পুজোর শুরুতেই বড় ঝটকা। ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল আবহাওয়া। দক্ষিণেই বৃষ্টি। ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত ঝলমলে আবহাওয়াই থাকবে। নবমী থেকে খেল দেখাবে বৃষ্টি।সোমবার রাতে অর্থাৎ নবমীর রাতে এবং দশমীর দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর।
মানে সাজানো পুজো প্ল্যানিং ভেস্তে দেওয়ার জন্য নবমী দশমীর বৃষ্টি যথেষ্ট। মূলত, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে থাকা ঘূর্ণাবর্ত ২০ অক্টোবর নিম্নচাপে পরিণত হতে পারে।তার জেরেই পজোয় বৃষ্টি দেখবে দঃবঙ্গ। তবে ভারী বৃষ্টির কোনও সতকর্তা জারি করেনি হাওয়া অফিস। আর ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? ষষ্ঠীতে দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে। সপ্তমী, অষ্টমী এবং নবমীতে উত্তরবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। জলীয় বাষ্পের পরিমাণ কমছে৷ আর্দ্রতাজনিত অস্বস্তিও ধীরে ধীরে কমবে। ষষ্ঠী থেকে আবহাওয়ার আরও একটু পরিবর্তন হবে৷ দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমবে। তাহলে কি শীত ঢুকছে?
বিজ্ঞানীরা বলছেন, চরম দুঃসময় আসছে। ‘সুপার এল নিনো’র এফেক্টে ভুগবে ভারত। শীতে চড়তে পারে তাপমাত্রার পারদ। মহরাষ্ট্র সহ অন্যান্য বেশ কয়েকটি রাজ্যে জাঁকিয়ে শীত উপভোগ করার সম্ভাবনা একেবারেই কম। তাহলে কি এবার শীত উধাও হয়ে গেল? আবহবিদদের মতে, এবার শীতের আমেজ থেকে বঞ্চিত হতে পারে দেশবাসী। যে আশঙ্কায় রীতিমতো ঘুম উড়ে যাওয়ার জোগাড় কী ঘটবে? এল নিনোর প্রভাবে মূলত তাপমাত্রা বৃদ্ধি হয়। দেশের তাপমাত্রা বৃদ্ধি পাবে। আর শীতকালে তাপমাত্রা বাড়লে ক্ষতিগ্রস্ত হতে পারেন চাষী রারবি শস্য চাষ ক্ষতিগ্রস্ত হতে পারে এই কারণে এছাড়াও জোয়ার, গম, ছোলা বা ছোলার ফলন শীতকালেই ভালো হয়। সেক্ষেত্রে কী ঘুরতে যাচ্ছে অনুমান করতে পারছেন তো? যদিও এল নিনোর কতটা এফেক্ট শীতকালে পড়বে সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবুও অনেক জায়গাতেই বাড়বে তাপমাত্রা, এটা জানিয়ে দিয়েছেন আবহবিদরা। ফাইনাল খবরটা জানতে পারবেন আরো কিছুদিন পর।
জানিয়ে রাখি সমুদ্র ও মহাসাগরের উপরিভাগের তাপমাত্রার উপর নির্ভর করে গোলার্ধের আবহাওয়া পরিবর্তন হয়। নভেম্বরের শেষের দিকের জানা যাবে এল নিনোর দাপটে আগামী বছরে ২০২৪ সালে ভারতে কী পরিস্থিতি তৈরি হবে? সাফ জানিয়েছে ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমস্ফরিক অ্যাডমিনিস্ট্রেশন। তাই, বিপদ কতটা ঘনাচ্ছে সেটা জানতে আরো কয়েকটা দিন অপেক্ষা করতেই হবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম