।। প্রথম কলকাতা ।।
ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধে ভারতীয় সেনা মোতায়েন।ভারতীয় সেনা কেন মোতায়েন লেবানন-সিরিয়া সীমান্তে?গাজার হাসপাতাল হামলায় চরম প্রতিক্রিয়া নরেন্দ্র মোদীর। ইজরায়েলের সঙ্গে এই যুদ্ধই কি দুরত্ব তৈরি করবে এবার? ভারতের সঙ্গে ইজরায়েলের বন্ধুত্বে কি চিড় ধরবে এবার? যুদ্ধ থেকে বাঁচতে যেখানে শয়ে শয়ে মানুষ আশ্রয় নিয়েছিল। গাজার সেই হাসপাতালেই পড়ল গুচ্ছ গুচ্ছ বোমা-রকেট। গোটা বিশ্বে যখন নিন্দার ঝড় তখন ভারতও তীব্র উদ্বেগের কথা জানাল সরাসরি মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কাকে দায়ী করলেন তিনি এই হামলার জন্য? ইজরায়েল যুদ্ধে এবার ভারতীয় সেনাকে নিয়ে উদ্বিগ্ন দিল্লি ভাবছেন তো ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধে ভারতীয় সেনা কি করছে? বড় ভূমিকা রয়েছে ইন্ডিয়ান আর্মির রাষ্ট্রসংঘের অন্তর্বর্তীকালীন সেনা হিসবে ইজরায়েল-লেবানন সীমান্তে মোতায়ন রয়েছে ৯০০ ভারতীয় সেনা অন্যদিকে, ইজরায়েল-সিরিয়া সীমান্তে রয়েছেন ২০০ ভারতীয় সেনা। তাঁরা রয়েছেন গোলান হাইডসে ইজরায়েল-লেবানন। সীমান্তে ওইসব সেনা রয়েছেন ১৯৭৮ সাল থেকে ভারতীয় সেনাকে সেখানে মোতায়েন করা হয়েছে ব্লু লাইনে। গত কয়েক দশকে ইজরায়েল-লেবানন সীমান্তের এই জায়গা থেকেই ইজরায়েল ও হেজবোল্লার সংঘাতের শুরু হয়েছে। দুই দেশের মধ্যে সংঘর্য যাতে না হয় তা দেখাই ভারতীয় সেনার কাজ। কিন্তু সংঘর্ষ যখন শুরু হয়ে গিয়েছে এই পরিস্থিতিতে খুব সহজেই তাঁরা আক্রমণের মধ্যে পড়ে যেতে পারে।
তেল আভিভের প্রত্যেকটা স্টেপ ভারতের চিন্তা বাড়াচ্ছে এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা। এদিকে গাজার হাসপাতালে হামলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন গাজার আল আহলি হাসপাতালে মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত নিহতদের পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি। চলমান যুদ্ধে অসামরিক হতাহতের ঘটনা একটি গুরুতর উদ্বেগের বিষয়। জড়িতদের দায়ী করা উচিত। কারা জড়িত হাসপাতাল হামলার ঘটনায়? গা থেকে সমস্ত দায় ছুঁড়ে ফেলতে উঠেপড়ে লেগেছে ইজরায়েল জ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তো বটেই ভারতে নিযুক্ত ইজ়রায়েলি রাষ্ট্রদূত নাওর গিলোন প্যালেস্তিনিয়ান ইসলামিক জিহাদ সংগঠনটিকে গাজ়ার হাসপাতালে হামলার জন্য দায়ী করেছেন।
কূটনৈতিক মহল বলছে গাজ়া ভূখণ্ডে হামাসের সঙ্গে সহাবস্থান করলেও প্যালেস্তিনিয়ান ইসলামিক জিহাদ বহু ক্ষেত্রেই স্বাধীন এবং স্বতন্ত্র ভাবে কাজ করে থাকে। হামাস ইজ়রায়েলের বিরুদ্ধে অনেক সাবধানে পা ফেলার পক্ষপাতী কিন্তু ইসলামিক জিহাদ সংগঠনটির ইজ়রায়েল-বিরোধী অবস্থান আরও বেশি কড়া এবং চরম। ভারতের বিদেশমন্ত্রক আগেই স্পষ্ট করেছে স্বাধীন প্যালেস্টাইন গড়ার পক্ষেই ভারত এরপর গাজার হাসপাতালে হামলার এই নিন্দা ইজরায়েলের বিরুদ্ধে ভারত কোনও ধরণের মন্তব্য না করলেও দিল্লি আবারও বুঝিয়ে দিচ্ছে তারা এধরণের হামলার নিন্দা করছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম