।। প্রথম কলকাতা ।।
কথায় আছে সবুরে মেওয়া ফলে! নতুন গাড়ি কেনার পরিকল্পনা থাকলে একটু অপেক্ষা করে যেতে পারেন। কারণ আগামী বছরই Maruti আনছে তাদের জনপ্রিয় হ্যাচব্যাক Swift এর নতুন ভার্সন। Maruti এর দাবি তাদের এই গাড়ি 35 থেকে 40 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারবে। এই গাড়িতে মিলবে হাইব্রিড ইঞ্জিনের বিকল্প।
এই মুহূর্তে Maruti অন্যান্য উচ্চ মাইলেজ প্রদানকারী গাড়িগুলির দিকে চোখ ফেরানো যায় তাহলে Maruti Suzuki Grand Vitara নাম উল্লেখ করতে হয়। হাইব্রিড মোটরের সহায়তায় প্রায় 28 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে গাড়িটি।
প্রসঙ্গত, বিগত 15 বছর ধরে বাজারে বিরাজমান Swift হ্যাচব্যাক। বহু মধ্যবিত্তের স্বপ্ন পূরণ করেছে এই গাড়ি। 2018 সালে শেষবার এটিতে বড় পরিবর্তন করেছিল Maruti। যদিও সংস্থার অন্যান্য গাড়ির আপগ্রেড ভার্সন ইতিপূর্বে লঞ্চ হয়ে গিয়েছে বাজারে। তালিকায় একলা হাটঁছিলো Swift। তাই এটিতেও অপেক্ষিত পরিবর্তন আনতে চলেছে Maruti Suzuki।
অটোমোবাইল বাজারে গুঞ্জন Maruti তাদের Swift এর চতুর্থ জেনারেশন একাধিক নতুন বৈশিষ্ট্যর সাথে লঞ্চ করতে পারে। বর্তমান সংস্করণের তুলনায় আসন্ন ভার্সনে অনেক কিছু নতুন থাকবে যেমন স্লিকার হেডল্যাম্প, সম্পূর্ণ নতুন ফ্রন্ট গ্রিল, আপডেট করা ফ্রন্ট বাম্পার, কুয়াশা বাতি সমাবেশে নতুন সি-আকৃতির এয়ার স্প্লিটার, ডুয়াল-টোন অ্যালয় হুইল, নতুন বডি প্যানেল, ব্ল্যাক-আউট পিলার এবং একটি স্পয়লার।
আসন্ন Swift এ 1.2 লিটার 3 সিলিন্ডার পেট্রোল ইঞ্জিনের সাথে একটি হাইব্রিড মোটরও যুক্ত করতে পারে Maruti Suzuki। জানা গিয়েছে, এই গাড়ি প্রথমে লঞ্চ হবে জাপানে। এই দেশে লঞ্চ হওয়ার পর 2023 সালের মাঝামাঝি সময়ে ভারতীয় বাজারে নামতে Swift এর নতুন হাইব্রিড ভার্সন। তবে এই গাড়ি সংক্রান্ত বাকি তথ্য জানার জন্য আর কয়েকদিন অপেক্ষা করতে হবে।