।। প্রথম কলকাতা ।।
ইজরায়েলের মতো অবস্থা হবে ভারতের। মোদীকে হুঁশিয়ারি খালিস্তানি নেতা পান্নুনের। আন্দামানের বুকে বড় স্টেপ নিল ভারতীয় সেনাবাহিনী। ইজরায়েলের ভুল থেকেই ভারত নিচ্ছে শিক্ষা। ইন্ডিয়ান আর্মি কোন খতরনাক খেলা শুরু করে দিল? ইজরায়েল আবার শিখিয়ে দিয়েছে ওভারকনফিডেন্স ভালো না। কারণ মোসাদের ইন্টালিজেন্স ফেল হওয়াতেই ইজরায়েলের ওপর এত বড় হামলার সুযোগ পেয়েছে হামাস, কিন্তু ভারত সেই ভুলটা একেবারেই করবে না। বিশেষ করে হামাসের এই হামলার পর ইন্ডিয়ান আর্মি ১০০ গুণ বেশি সতর্ক। কানাডা থেকে ভারতের ওপর হামলা করার হুমকি আসছে। এবেলা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো চুপ! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতকে হুঁশিয়ারিয়। প্যালেস্তেনীয় সশস্ত্র গোষ্ঠী হামাসের আল কাশিম ব্রিগেড যে ভাবে ২০ মিনিটে ৫,০০০ রকেটহানায় বিধ্বস্ত করেছে ইজ়রায়েলের বিস্তীর্ণ অংশকে ভারতেও সেই ধাঁচে হামলা চালানো হবে।
রীতিমত ভিডিয়োবার্তায় এমনই দাবি করেছেন ভারতে নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে)-এর প্রধান গুরপতবন্ত সিংহ পান্নুন। স্বাভাবিকভাবে এমন হুমকির পর অনেক বেশি অ্যালার্ট ভারতের ইন্টালিজেন্স। রীতিমত চোখ কান খোলা রেখেছে ভারতীয় সেনা। কোন কোন কড়া পদক্ষেপ করা হল ইন্ডিয়ান আর্মি তরফে? সীমান্তে কি এবার S-400 এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন? ইন্ডিয়ান আর্মি কী কী প্রিকশন নিচ্ছে? ইজরায়েল-হামাস যুদ্ধের মাঝেই জানা গিয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ব্রহ্মস মিশাইলের পাল্লা বা রেঞ্জ বাড়ানোর পরীক্ষা করা হয়েছে প্রশ্ন উঠছে এতো তোড়জোড় কি ইজরায়েলর হামলার কথা মাথায় রেখেই?
ভারতীয় সেনার সূত্রে খবর হামাস কীভাবে কোন পথে ইজরায়েলে হামলার প্ল্যান করেছিল? কোন ফাঁক খুঁজে এত বড় অ্যাটাক করে ওই জঙ্গিগোষ্ঠী। গোটা বিষয়টা স্টাডি করছে ইন্ডিয়ান আর্মি। শুধু তাই নয় মোসাদের ইন্টালিজেন্সে কত বড় ফাঁক ছিল সেটা নিয়েও গবেষণা করতে চাইছে ইন্ডিয়ান আর্মি। ভারতের র বা আইবির তরফ থেকে নতুন কোনও স্ট্র্যাটেজি সাজানো হয়েছে? সীমান্তে কী ধরণের প্রিকশন আর্মি নিচ্ছে সেই তথ্য প্রকাশ্যে আনা হয়নি। স্বাভাবিকভাবেই এটা পরিস্কার জাতীয় নিরাপত্তার কারণে এসব ইনফো ফাঁস হবে না। ইসরায়েলের ভুল থেকে যে ভারত শিক্ষা নেবে সেটা পরিস্কার।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম