।। প্রথম কলকাতা ।।
Makeup Tips: মেকাপ করে মুখের বারোটা বেজে যায়? পুজোর সময় একদিন মেকাপ করেই যদি জেল্লা হারিয়ে যায় তখন কি করবেন ভাবছেন? জেল্লা হারালে, পরের দিন এর মেকাপ টা তো আর জমবেই না! উপায় জানেন? জানেন, কি করলে আপনার ত্বকের জেল্লা হারাবে না? যত খুশি মেকাপ করতে পারবেন! এর জন্য প্রয়োজন ত্বকের বিশেষ যত্নের। সেই যত্ন যেমন মেকাপ করার আগেও নিতে হবে তেমন মেকাপ তোলার সময় এবং পরেও নিতে হবে। কিন্তু কিভাবে নেবেন? সেটাই জানাবো এই প্রতিবেদনে।
মেকআপ সরাসরি কখনও ত্বকে লাগাবেন না। মানে সরাসরি ফাউন্ডেশন নিয়ে মুখে লাগিয়ে নিলেন, এই কাজটা করবেন না। মেকআপ সরাসরি মুখে লাগালে ত্বকের বারোটা বাজতে খুব বেশি সময় লাগবে না। তাহলে কী করতে হবে? মেকআপ করার আগে মুখকে প্রস্তুত করে নিন। প্রথমে মুখে টোনার লাগিয়ে নিন। তারপর অবশ্য়ই লাগান ময়শ্চারাইজার। এরপর মেকআপ প্রাইমার লাগান। তারপর মেকআপ শুরু করুন। আর যদি ডিউই ফিনিশিং আনতে চান, তাহলে প্রাইমার ময়শ্চারাইজার লাগানোর আগে ফেস সিরাম লাগাতে পারেন।
মেকআপ করার সময়েও যেমন এতটা সময় দিচ্ছেন, মেকআপ তোলার সময়েও কিন্তু আপনাকে যত্নশীল হতে হবে। তাড়াতাড়ি করে ঘষে ঘষে মেকআপ তুলে নিলেই হবে না। এতে মুখের ত্বকের ক্ষতি হবে মারাত্মক। তার জন্য আপনার প্রয়োজন টু-স্টেপ ক্লিনিং।
সঠিক ক্লিনজার ব্যবহার করে মেকআপ তুলতে হবে। ত্বকের ধরন অনুযায়ী বেছে নিন ক্লিনজার। শুধুমাত্র ফেস ওয়াইপস ব্যবহার করেই কিন্তু মেকাপ তোলা যায় না। এজন্যই আপনার প্রয়োজন ডবল ক্লিনজিং। কিন্তু এই ডবল ক্লিনজিং বিষয়টা ঠিক কীরকম?
প্রথমে অয়েল বেসড ক্লিনজার দিয়ে মেকআপ তুলুন। বিশেষ করে চোখের কাজল, মাস্কারা তুলতে কাজে আসে এই ক্লিনজিং। এবার জেল বেসড ক্লিনজার দিয়ে মেকআপ তুলুন। কখনও ঘষে ঘষে মেকআপ তুলবেন না। এতে ত্বকের ক্ষতি হয়। আলতো হাতে মেকাপ তুলবেন।
আপনার মুখের মেকআপ তুলে নেওয়ার পরে ত্বকের বাড়তি যত্ন নিতেই হবে। তার জন্য কী করবেন ? মুখে লাগিয়ে নিন টোনার। অ্যান্টি অক্সিড্যান্ট টোনার লাগাতে পারেন। আপনার ত্বকের পিএইচ ভারসাম্য ধরে রাখার জন্য কিন্তু এই টোনার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কারণ, এই ভারসাম্য নষ্ট হলেই একমাত্র ত্বকের নানা সমস্যা শুরু হতে থাকে। পাশাপাশি, ত্বকের যত্নও নিতে হবে। টোনার লাগানোর পর ময়শ্চারাইজার লাগিয়ে নিতে ভুলবেন না। এতে আপনার ত্বক ভালো থাকবে।
ব্যাস এই কাজ গুলি করলেই আপনার মুখের জেল্লা বজায় থাকবে। পুজোয় প্রাণ ভোরে মেকাপ করুণ কোনও সমস্যা হবে না।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম