।। প্রথম কলকাতা ।।
Weather Update: একের পর এক দেহ ভেসে আসছে তিস্তায়। সিকিমে আবারও দুর্যোগের সতর্কতা জারি। পুজোর আগে কি এরকম তাণ্ডব আবার হতে পারে? প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ! উত্তরবঙ্গের ফাঁড়া কাটেনি এখনো। কোন কোন জেলায় ভারী বৃষ্টি? আজকের এই প্রতিবেদনে আবহাওয়ার কোথায় কী পরিস্থিতি জানুন। সিকিমের পরিস্থিতি নিয়ে আরও বাড়ল চিন্তা। আরও একটি হিমবাহে বিস্ফোরণ ঘটতে পারে বলে সতর্কতা জারি করল সিকিম প্রশাসন। এমন কী তাণ্ডব হতে চলেছে?
চরম বিপদের মুখে লাচেনের কাছে সাকো চো লেক যেকোনও সময়ে এই হ্রদে ফাটল ধরতে পারে। ইতিমধ্যেই প্রশাসনের তরফে লাচেন ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। পর্যটকদেরও আপাতত সিকিমে আসতে বারণ করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা চলছে। উত্তর সিকিমের চুংথাম, লাচুং ও লাচেনে উদ্ধারকাজ চলছে পুরোদমে। তবে পুজোটাকে এরাজ্যের জন্য কিছুটা স্বস্তির খবর শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।
প্রবল বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের একাধিক জেলায়। আবহাওয়া দফতর সূত্রে খবর ভারী বৃষ্টি থেকে আপাতত মুক্তি। যে নিম্নচাপের প্রভাবে এত বৃষ্টি হয়েছে সেই নিম্নচাপ অবশেষে বাংলাদেশের দিকে সরতে শুরু করেছে বলে জানা যাচ্ছে। আগামীকাল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়ার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা সহ আশেপাশের এলাকায় কমবে বৃষ্টি। শনিবার থেকে গোটা রাজ্যেই আবহাওয়ার পরিবর্তন হতে পারে। শনিবার ও রবিবার বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে কমবে। আগামীকাল উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার পূর্বাভাস। বাকি উত্তরবঙ্গের সব জেলাতে ইবৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার থেকে ধীরে ধীরে বৃষ্টি কমার সম্ভাবনা আবহাওয়ার উন্নতি হওয়ার সাথে সাথে ফের বাড়বে তাপমাত্রার পারদ।
গত কয়েকদিনের মধ্যে বৃষ্টির প্রভাবে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে মালদহ, পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলায়। কোথাও কোথাও রাজ্য সড়কের ওপর দিয়ে বইছে জল, নৌকা নিয়ে চলছে যাতায়াত। নিম্নচাপ সরে গেলে ওই সব জায়গার মানুষ স্বস্তি পাবেন অনেকটাই।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম