।। প্রথম কলকাতা ।।
প্রসেনজিতের জন্মদিনেই সৃজিত মুখার্জি দিলেন বড় সারপ্রাইজ। ২২ সে শ্রাবণেও সেই একই চমক ছিল প্রবীর রায়চৌধুরীর বয়স যেন থমকে গিয়েছে। ছেলেবেলায় ফিরে গেলেন বুম্বাদা। এই জায়গায় সাইকেলে করে ঘুরতাম কেন বললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? চমক দিল দশম অবতার টিম। মুক্তি পেল দশম অবতার ছবির নতুন গান। আমি আর সেই মানুষটা নেই গানটি এল প্রকাশ্যে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর বয়স যেন বাড়ছে না। আবেগের স্রোতে কয়েক মুহূর্তের জন্য হারিয়ে গেলেন বুম্বাদা।
গানের লঞ্চ উপলক্ষ্যে বরানগরে আয়োজিত হয়েছিল এক বিশেষ অনুষ্ঠান। যেখানে প্রসেনজিৎ থেকে অনির্বাণ পরিচালক সৃজিত থেকে গায়ক অনুপম রায় উপস্থিত ছিলেন সকলে। বরানগরে এসে নস্টালজিয়া ভাসলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এইসব জায়গা দিয়ে কত সাইকেল করে ঘুরেছি বললেন সকলের প্রিয় বুম্বাদা। আগামী ১৯ অক্টোবর পুজোর ঠিক আগে মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালিত ছবি দশম অবতার। এখানে মুখ্য ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জয়া আহসান, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্তকে দেখা যাবে।
প্রবীর রায়ুচৌধুরীর ব্যক্তি জীবনের খানিক ঝলকও ধরা পড়েছে বাদ গেল না প্রাণের শহরের টুকরো ছবি বাইশে শ্রাবনের সাথে দশম অবতারের আর কোন মিল ধরে রাখলেন ? খুন, রহস্য, সিরিয়াল কিলার, মৃত্যুর মতো ঘটনা রয়েছে ছবিতে। খুনের অনুসন্ধান করতে দেখা যাবে প্রসেনজিৎকে। শহরে ঘটে যাওয়া পর পর তিন খুনের ঘটনার সিরিয়াল কিলারকে ধরতে তদন্ত শুরু করবেন প্রবীর রায়চৌধুরী ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সঙ্গী ইন্সপেক্টর পোদ্দার।
দশম অবতার নিয়ে উত্তেজনায় অনির্বাণ ভট্টাচার্যও। সৃজিত মুখোপাধ্যায়ের ছবি মানে অনির্বাণ গুরুত্বপূর্ণ ভূমিকা থাকেন এবারও তাই। বরাবরই দর্শকদের ভালো ভালো ছবি উপহার দিয়ে এসেছেন সৃজিত। সে কারণে তাঁর ছবি ঘিরে বরাবর দর্শকদের আশাও থাকে তুঙ্গে। আশা পূরণ করতে ২২ শে শ্রাবণ থেকে রাজকাহিনি এমনকী, চতুষ্কোণ থেকে উমার মতো ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি।শনিবার প্রসেনজিতের ৬১তম জন্মদিন ছিল। যদিও বয়সের বেড়াজালে তাঁকে বাঁধা অসমম্ভ। এই বিশেষ দিনেই দশম অবতারের নতুন গান মুক্তি পেল।ট্রেলারেই শোনা গিয়েছিল সেই গানের দুই লাইন। এবার প্রকাশ্যে পুরো গানের ভিডিয়ো।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম