।। প্রথম কলকাতা ।।
Digha: ভ্রমণ পিপাসুদের জন্য বিরাট সুখবর। মোটা টাকা খরচ করে আর গোয়া যাওয়ার দরকার নেই। গোয়ার আনন্দ এবার মিলবে আপনার ঘরের কাছের দীঘাতেই। গোয়ার মতোই দীঘায় চালু হতে চলেছে লাক্সারি ক্রুজ পরিষেবা।এবার পুজোর দিনগুলিতে এই প্রমোদতরীতে ভেসে বেড়ানোর আনন্দ নিতে চান? তাহলে হোটেল বুক করুন চটপট। হাতে সময় আর নেই বললেই চলে। রাজ্যের অন্যতম পর্যটনস্থল দিঘা।দিনে দিনে সেজে উঠছে এই সমুদ্র সৈকত সুন্দরী। আগের থেকে অনেকটাই পরিচ্ছন্ন, ঝা চকচকে। সুসজ্জিত সি বিচ। রয়েছে বিভিন্ন বিনোদন পার্ক।
আর এর মাঝেই পর্যটকদের জন্য এল দারুণ খবর। দীঘার আকর্ষন বাড়তে চলেছে অনেকটাই। কারণ, এবার পুজোয় গোয়ার মতো দিঘার সমুদ্রেও নামতে চলেছে সুসজ্জিত প্রমোদতরী। সারা বছরই রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রচুর মানুষ ভিড় জমান এই সৈকত শহরে৷ ছোট ছুটি বা উইকএন্ড প্ল্যান সবচেয়ে প্রথমেই যে জায়গাগুলির নাম উঠে আসে তার মধ্যে অন্যতম দিঘা। সামনেই দুর্গাপুজো৷ পুজো যত এগিয়ে আসছে দীঘার হোটেলগুলিতে বুকিং ততই শেষের পথে। পুজোকে কেন্দ্র করে পর্যটকদের আনন্দ দিতে নিজের মতো করে সেজে উঠছে সমুদ্র সৈকত সুন্দরী দিঘা। আর এর মাঝেই পর্যটকদের জন্য এল দারুণ খবর। এবার পুজোয় গোয়ার মতো দীঘার সমুদ্রেও নামতে চলেছে সুসজ্জিত প্রমোদতরী।
ভারতে যেসব সমুদ্র সৈকতে পর্যটকরা বছরের বিভিন্ন সময়ে ভিড় জমান তার মধ্যে সবচেয়ে বিলাসবহুল সমুদ্র সৈকত রয়েছে গোয়ায়৷ বহু মানুষের স্বপ্ন একবার গোয়ার সমুদ্র সৈকত থেকে ঘুরে আসার। কিন্তু খরচ অনেক বেশি হওয়ার কারণে তা সবার পক্ষে সম্ভব হয় না। এবার পুজোয় গোয়ার স্বাদ দীঘা সমুদ্র সৈকতেই মিটতে পারে।গোয়ার ধাঁচে এবার দীঘার সমুদ্রে নামতে পারে ঝাঁ চকচকে প্রমোদতরী। রাজ্য পরিবহণ দফতর দিঘায় চালু করছে প্রমোদতরী বা ক্রুজ পরিষেবা। সমুদ্রের তীর বরাবর রয়েছে দীঘা থেকে শৌলা পর্যন্ত দীর্ঘ ২৯ কিলোমিটার মেরিন ড্রাইভ। মাঝখানে ঝাউবন৷ সব মিলিয়ে এক অপূর্ব এবং মনোরম পরিবেশের মধ্য দিয়ে ভেসে চলবেন পর্যটকরা।
এই পরিষেবা শুরু হলে পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে সেটাই হবে সমুদ্রবক্ষে প্রথম প্রমোদতরী। পুজোর আগেই চালু হতে পারে এই পরিষেবা। সবকিছু ঠিকঠাক থাকলে পুজোর মরশুমে সমুদ্রবক্ষে প্রমোদতরীতে ভ্রমণের স্বাদ উপভোগের সুযোগ পাবেন পর্যটকরা। এই পরিকল্পনা রূপায়ণের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে৷ প্রমোদতরী প্রস্তুতির চূড়ান্ত কাজ চলছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম