।। প্রথম কলকাতা ।।
পদ্মাপাড়ের ক্রিকেট মহল আপাতত দুই ভাগে আড়াআড়িভাবে ভাগ হয়ে গিয়েছে। বিশ্বকাপের আগে বাংলাদেশ জাতীয় দলে ডামাডোল অব্যাহত। তামিম ইকবালকে বাদ দেওয়া নিয়ে উত্তাল বাংলাদেশ ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেটের অশান্তির আবহের মাঝেই এবার ময়দানে নামলেন দলের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি মাের্তাজা। তামিম ইকবাল থেকে শুরু করে সাকিব আল হাসান সমস্ত সমালোচনার যোগ্য জবাব এবার দিয়ে ফেললেন মোর্তাজা। দলের মধ্যেই ঠান্ডা লড়াইয়ে কার পাল্লা ভারী করলেন তিনি ? সম্পূর্ণ দোষই বা কার উপরে বর্তালেন ?
আসন্ন বিশ্বকাপের স্কোয়াডে তামিম ইকবালকে না রাখার পিছনে যে যে কারণগুলো দেখানো হয়েছে, তার বেশিরভাগই ভিত্তিহীন। এমনটা তামিম নিজের ভিডিও বার্তায় সরাসরিভাবে জানিয়ে দিয়েছেন। এককথায় বলা যায়, বিশ্বকাপ স্কোয়াডে তামিম ইকবালের না থাকা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে ওপর বাংলার ক্রিকেট মহল থেকে সর্বত্র । অনেকেই মনে করছেন যে শাকিবের জন্যই প্রায় শেষ হতে বসেছে তামিমের কেরিয়ার । আর এর পরই বাংলাদেশ ক্রিকেট মহল দুভাগে বিভক্ত হয়ে গিয়েছে। কারণ এই গৃহযুদ্ধের মধ্যেই একের পর এক ক্রিকেটার থেকে শুরু করে অন্যান্যরা নিজেদের অভিমত ব্যাক্ত করছেন।
তামিমের প্রথম ম্যাচ খেলা বা ব্যাটিং অর্ডার নিয়ে বিতর্ক। সবকিছুই যেন বাংলাদেশ ক্রিকেট মহলে ঘেটে ঘ হয়ে গিয়েছে। এমন আবহে তামিমের পাশে দাঁড়ালেন মাশরাফি মোর্তাজা। বিশ্বকাপে স্কোয়াডে তামিমকে না নেওয়া নিয়ে বিস্তর সমালোচনার শিকার হতে হচ্ছে শাকিব আল হাসানকে। এবার সেই একই পথে হাঁটলেন মোর্তাজাও । তিনি স্পষ্টই জানিয়ে দিলেন, শাকিব যেহেতু এই মুহূর্তে দলের অধিনায়ক তাই তাকেই সবকিছুর দায়িত্ব নিতে হবে। অধিনায়ক হিসেবে শাকিবের ব্যক্তিগতভাবে তামিমের সঙ্গে কথা বলা দরকার ছিল। সাকিব যেহেতু অধিনায়ক, তাই অধিনায়ক হয়ে গিয়েছে, তাই যে ঘটনাগুলো ঘটছে তার জন্য শাকিবকে আরও বেশি করে নজর দিতে হত।তামিমের অবসরের ঘোষণার পর বিষয়টি প্রধানমন্ত্রীর কাছেও গিয়েছিল। তামিমকে বিশ্বকাপ খেলতে হবে। আর এ কারণেই তামিম তাতে রাজি হয়েছেন।
বিশেষ করে বিসিবির কোনো কর্মকর্তার কাছ থেকে এ বিষয়ে আর কোনো আলোচনার প্রয়োজন ছিল বলে আমি মনে করি না। ব্যক্তিগতভাবে তামিমের সঙ্গে একটা কল করে আলোচনা করতে পারত সাকিব। তামিমকে যদি সে ভালো করে বোঝাত তাহলে হয়তো এই সমালোচনার জন্ম হত না। বাংলাদেশ দলে শাকিবের আস্থাভাজন বেশি, তাই শিবিরে একঘরে করে দেওয়া হয় তামিমকে। ১২ মিনিটের ভিডিও পোস্ট করেও তামিমকে বলতে শোনা গিয়েছিল, তিনি গভীর চক্রান্তের শিকার। বাংলাদেশের ক্রিকেটমহলের মত হল, শাকিব আল হাসানের সঙ্গে ছায়াযুদ্ধের কারণেই সরতে হয়েছে তামিমকে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম