।। প্রথম কলকাতা ।।
পুজোর আগে শিয়ালদা লাইনে চালু হচ্ছে ৪ টি লোকাল ট্রেন। লোকাল সহ দূরপাল্লার একগুচ্ছ ট্রেনের সময় বদলে যাচ্ছে। অক্টোবরে বেড়ানোর প্ল্যান রেখেছেন? দেখে নিন আপনার ট্রেনের সময় পরিবর্তন হল কিনা ১ অক্টোবর থেকেই আগের টাইম টেবিল আর ম্যাচ করবে না। নতুন ট্রেনের সময়সূচী দিয়ে দিল রেল। কোন ট্রেন কটার সময় ছাড়বে জানাবো এই প্রতিবেদনে। রেলের নতুন টাইম টেবিল অনুযায়ী ১০০ র বেশি ট্রেনের সময় বদল হতে পারে। পাঁচ মিনিট থেকে সর্বোচ্চ এক ঘণ্টা পর্যন্ত সময়ের বদলে যাচ্ছে। তালিকায় কী কী?
১ অক্টোবর থেকে একটি শিয়ালদা-বজবজ লোকাল ফের চালু করা হচ্ছে। দুপুর ২ টো ৩০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে ৩৪১৬৮ শিয়ালদা-বজবজ লোকাল। আগে ওই ট্রেন ছিল কিন্তু পরবর্তীতে ট্রেনটি তুলে নেওয়া হয়েছিল। তার ফলে আপাতত দুপুর শিয়ালদা থেকে প্রায় দুঘণ্টা বজবজগামী কোনও লোকাল ট্রেন নেই। দুপুর ১ টা ১৪ মিনিটের পর সেই দুপুর ৩ টে ৮ মিনিটে ট্রেন ছাড়ে। ১ অক্টোবর থেকে সেই দুর্ভোগ আর থাকবে না।
একটি বারুইপুর-শিয়ালদা লোকাল ফের চালু করা হচ্ছে। ১ অক্টোবর থেকেই চলবে। দুপুর ২ টো ৪৪ মিনিটে বারুইপুর থেকে ট্রেনটি ছাড়বে বলে জানিয়েছে পূর্ব রেল।
সময় পরিবর্তন হয়েছে মালদহ কোর্ট স্টেশন-শিলিগুড়ি ডেমু ট্রেনের। আগামী ১ অক্টোবর থেকে এই ট্রেনের সময় পরিবর্তনের নির্দেশিকা জারি করেছে কাটিহার রেল ডিভিশন। বর্তমানে সময়ের আরও আগে মালদহ কোর্ট স্টেশন থেকে ট্রেনটি ছাড়বে।
বিশেষ করে উত্তর ও উত্তর পূর্ব রেলওয়ের সময়সূচিতে রদবদল করা হচ্ছে। দিল্লি-লখনউ মেন লাইনে তো সময় বদল হবেই পাশাপাশি বরেলি-চান্দৌসি শাখা, তানাপুর
এবং হলদওয়ানি-কাসগঞ্জ লাইনে চলাচল করে এমন ১৮২ টি ট্রেনের সময় বদলে যাবে। লখনউ এবং আনন্দ বিহারের মধ্যে নতুন ট্রেনের সময়সূচি তৈরি করা হয়েছে।
ভাবনগর থেকে হরিদ্বার পর্যন্ত একটি নতুন ট্রেন চালাবে ভারতীয় রেল। অনেক ট্রেনের স্পিড বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনটাই রেল সূত্রে জানা গিয়েছে।
পুজোতে শিয়ালদহ থেকে যে কোনও লোকাল ট্রেনের ভিড় সামলাতে কী ব্যবস্থা নিচ্ছে রেল?
চাপ কমাতে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন থেকে এই বছরও বিভিন্ন শাখায় ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। আর কিছু দিনের মধ্যে কোথায় কত ট্রেন দেওয়া হল জানিয়ে দেওয়া হবে এমনটাই রেল সূত্রে খবর। কিছু ট্রেন দ্রুততর করার প্রস্তাব করা হয়েছে, কিছু নতুন স্টপেজ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। মোরাদাবাদের জন্য সংশোধিত সময়সূচী প্রস্তাব করা হয়েছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম