।। প্রথম কলকাতা ।।
চীনা বর্ডারের কাছে অদৃশ্য রাস্তা বানাচ্ছে ভারত। সেটা আবার কেমন? চাইলেও LACর ওপার থেকে নজরদারি করতে পারবে না চীন। এমন কী দিয়ে তৈরি হবে এই অদৃশ্য রাস্তা? নয়া প্রযুক্তি। বেজিং জানে না তারা কাদের উস্কাচ্ছে। লাল ড্রাগনের দেশ এবার বোকা বনে যাবে। চীনের নাকের ডগা দিয়ে ইন্ডিয়ান আর্মি এমন কিছু করে বেরিয়ে যাবে যা বুঝতে বুঝতে অনেক সময় লেগে যাবে বেজিংয়ের। লাদাখের দৌলত বেগ ওল্ডিতে এ কেমন রাস্তা তৈরি করছে সেনা? এ রাস্তা কি ব্রিজের মতো তৈরি হবে নাকি একেবারে নয়া কোন প্রযুক্তি?
প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন খুব একটা এ ব্যাপারে আলোচনা না হলেও আকসাই চীনে সম্প্রতি পিএলএ আর্মি গতিবিধি লক্ষ্য করা গেছে। আকসাই চীন উপত্যকায় ইতিমধ্যেই সুড়ঙ্গ ও খাদ তৈরি করেছে লাল ফৌজ। নতুন সেনা ছাউনি ও সীমান্তে অস্ত্র ভাণ্ডার বানানোর উদ্দেশ্যেই এই সুড়ঙ্গ তৈরি করছে বেজিং। চীনের এই গোপন কার্যকলাপ ধরা পড়েছে উপগ্রহ চিত্রে। যা একেবারেই ভালো চোখে দেখছে না দিল্লি। এই আবহে লাদাখেও ভারতীয় সেনার তৎপরতা বাড়ানো হচ্ছে কিন্তু ভারত একেবারেই চায় না সে কথা জিনপিংয়ের কান অবধি পৌঁছক। সেজন্যই তো LACর কাছে মোস্ট ইমপরটেন্ট এলাকা দৌলত বেগ ওল্ডিতে যাতে চীনা চোখ রাঙানি এড়িয়েই ভারতীয় সেনাকে পৌঁছে দেওয়া যায় তার জন্যই এক অদ্ভুদ সড়ক তৈরি হচ্ছে। যাকে চোখে দেখেও দেখতে পাবে না লাল সুলতানের দেশ।
সড়ক নির্মাণের দায়িত্ব রয়েছে বর্ডার রোড অর্গনাইজেশনের ওপরেই। গিরগিটি যেমন রং বদলে মিশে যায় প্রকৃতির সঙ্গে তেমনই এই রাস্তাও মিশে যাবে আশেপাশে প্রকৃতির সঙ্গে। যাতে দূর থেকে দেখে কোনওভাবে পিএলএ আর্মি ঠাহর না করতে পারে ওঠা আসলে রাস্তা নাকি লাদাখের পাহাড় পর্বত বা গাছপালা। আর ঠিক এখানেই বাজিমাত করতে করবে সেনা সেই রাস্তা ধরেই এলএসির কাছাকাছি পৌঁছে যাবেন জওয়ানরা। একইসঙ্গে পরিস্থিতি জটিল বুঝলে ভারী অস্ত্রশস্ত্র পাঠানো যাবে। জানা গিয়েছে, শীতকাল শুরুর আগে নভেম্বরেই এই নয়া সড়ক তৈরির কাজ শেষ করার টার্গেট নেওয়া হয়েছে। মিন্টের রিপোর্ট বলছে লক্ষ্যমাত্রা অনুযায়ী কাজ শেষ করতে বর্তমানে দৌলত বেগ ওল্ডির ওখানে ২০০০ শ্রমিক দিনরাত কাজ করে চলেছে এই নয়া সড়কটি করে সসোমা এবং মুরগো থেকে দৌলত বেগ ওল্ডিতে যাওয়া যাবে।
জেনে রাখুন আগে দৌলত বেগ ওল্ডির এই আউটপোস্টে সেনা পৌঁছে দিতে বায়ুপথই একমাত্র ভরসা ছিল। কারণ এছাড়া দরবুক হয়ে যে রাস্তাটা দৌলত বেগে যেত তা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সরাসরি দেখা যেত। এর ফলে ভারত কৌশলগত ভাবে পিছিয়ে ছিল। এবার সেনার নয়া স্ট্র্যাটেজিতেই কার্যত হবে বাজিমাত পিএলএ আর্মিকে বেগ পেতে হবে আকসাই চীনে দাবি প্রতিরক্ষামহলের।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম