।। প্রথম কলকাতা ।।
আবারো চমক! দুর্গাপুরের আকাশে উড়ল সূর্যযান আদিত্য এল ওয়ান। 50 ফুট উপরে উড়ে বেড়াচ্ছে নতুন আদিত্য এলওয়ান। তবে এটা ইসরোর বানানো সূর্যযান নয়। এ এক নতুন আবিষ্কার। যা দেখে হক চকিয়ে যাচ্ছেন দুর্গাপুর বাসী এ যেন অবিকল ইসরোর বানানো আদিত্য এল ওয়ান! কোত্থেকে এলো দুর্গাপুরের আকাশে? ভারতের বিজ্ঞানীরা যেভাবে একের পর এক মহাকাশযান পাঠিয়ে, নিজেদের নাম বিশ্বের দরবারে নিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে এ এক অন্য প্রতিভা দেখছেন দুর্গাপুরবাসি! সবাই অবাক হয়ে দেখছেন আকাশের দিকে, নতুন সূর্য যান! সবার মনেই ঘুরছে হাজার হাজার প্রশ্ন।উৎসুক দুর্গাপুরবাসী! আপনাদের মনেও নিশ্চয়ই অনেক প্রশ্ন ঘুরছে! ভাবছেন তো, এটা কার আবিষ্কার?স বটা পরিষ্কার হয়ে যাবে, এই প্রতিবেদনে।
দুর্গাপুরের গোপাল মাঠের যুবক মনু এবার তাক লাগিয়ে দিয়েছে। পেশায় ফুলের ডেকোরেশনের ব্যবসায়ী গোপাল মাঠের যুবক মনু। নিজের শখের বসেই নিত্যনতুন আবিষ্কার করে সকলকে চমকে দেন তিনি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোডও করেন। যা দেখে হাজার হাজার মানুষ মনুর প্রশংসা করেন। এবার কার্ডবোর্ড, থার্মোকল, রড,ব্যাটারি এই ধরনের কয়েকটি সামগ্রী দিয়েই বানিয়ে ফেলেছে আস্ত একটি আদিত্য L1! যার হাইট প্রায় সাড়ে ছয় ফুট, ওজন ৯ কিলো। ৫০ ফুট পর্যন্ত উড়তে পারছে নতুন আদিত্য। যা করতে খরচ হয়েছে প্রায় আড়াই হাজার মতো। ইলেকট্রিসিটির সাহায্যে উড়ান দিয়েছে এই যান। মাত্র দু-সপ্তাহের পরিশ্রমে তাক লাগিয়েছে এই যুবক।
এটাই মনুর প্রথম আবিষ্কার নয়! এর আগেও উড়িয়েছে চন্দ্রযান ৩। চন্দ্রযান ৩ এর রেপ্লিকা বানিয়ে উড়িয়ে বিশ্বকে তাক লাগিয়েছিল মনুর আবিষ্কার। এখানেই থেমে থাকেনি। চন্দ্রযান ৩ এর সফল উৎক্ষেপনের পর তৈরি করেছিল রোভার। মনুর ক্রিয়েটিভিটিতে দুর্গাপুরের মাটিতে হেঁটে বেরিয়েছে সেই রোভার প্রজ্ঞান। এভাবেই ভারতের সফল চন্দ্র অভিযানকে স্যালুট জানাতে চেয়েছেন মনু। একের পর এক আবিষ্কার করে বার বার খবরের শিরোনামে উঠে এসেছে মনুর নাম। ভীষণ ভালোবাসে সে, এরকম নিত্য নতুন আবিষ্কার করতে। ১০ আসনের বাইক বানিয়ে হোক, কিম্বা ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজ বিন্দগিরির রেপ্লিকা বানিয়ে। বারবার প্রশংসা কুরিয়েছে দুর্গাপুর বাসীর। এবারেও নতুন আবিষ্কার! যা অবাক করিয়েছে সকলকে। প্রত্যক্ষদর্শী থেকে শুরু করে সকলেই প্রশংসা করেছেন মনুর এই আবিষ্কার কে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম