।। প্রথম কলকাতা ।।
Dadagiri: দাদাগিরি ১০-এর জন্য অপেক্ষা করছিলেন সকলে। এই নন ফিকশন শো-কে ঘিরে মানুষের মধ্যে আলাদাই উত্তেজনা থাকে। প্রত্যেকবছর মানুষ এই শো-এর মাধ্যমে ‘দাদা’ সৌরভ গাঙ্গুলিকে দেখার জন্য একপ্রকার মুখিয়ে থাকেন। এবার সকলের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। কিছুদিন আগেই জি বাংলার তরফ থেকে শেয়ার করা হয় দাদাগিরি সিজন ১০ প্রমো। সৌরভ গাঙ্গুলী আবারো এ বছর দাদাগিরির একটা নতুন সেজে নিয়ে আসছেন। ওই সময় নতুন শো এর সম্প্রচারের দিনক্ষণ কিংবা টাইম স্লট জানানো হয়নি।অবশেষে জি বাংলা তরফ থেকে জানিয়ে দেওয়া হল দাদাগিরি সিজন ১০ সময়সূচী।
এই মুহূর্তে জি বাংলাতে ডান্স বাংলা ডান্সের সম্প্রচার চলছে। প্রত্যেক শনি এবং রবিবার রাত সাড়ে নটার সময় সম্প্রচারিত হয় শো। বর্তমানে টিআরপিও বেশ চড়া। তবে দাদাগিরি আসছে শুনে দর্শকরা ধরেই নিয়েছিলেন ডান্স বাংলা ডান্স এর জায়গায় সম্প্রচারিত হবে নতুন শো।চ্যানেলের তরফ থেকে এবার সম্প্রচারের দিনক্ষণে কিছু পরিবর্তন আনা হয়েছে। সৌরভ গাঙ্গুলির উপস্থাপনায় নন-ফিকশন গেম শো’টি ৬ অক্টোবর শুরু হতে চলেছে। ২০০৯ সালে শোটির প্রথম মরসুম ছিল যা তাৎক্ষনিকভাবে হিট হয়েছিল। এরপরেই নির্মাতারা ব্যাক-টু-ব্যাক মরসুম চালু করতে উদ্যোগী হয়েছিলেন। ‘দাদাগিরি আনলিমিটেড’ বিভিন্ন কারণে নিজের একটা আলাদাই ফ্যান বেস তৈরি করে ফেলেছে। গেমের আকর্ষণীয় রাউন্ড গুলি থেকে শুরু করে, ‘দাদা’র প্রশ্নগুলি সকলকে মুগ্ধ করে। স্লগ ওভার রাউন্ড হোক বা গুগলি, দাদাগিরি সবসময় শিরোনামে থাকে।
যাইহোক তবে এবারে দাদাগিরি সিজনটা একটু ভিন্ন হতে চলেছে। মনে করা হচ্ছে, এই শো এবার টেক্কা দেবে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগে ছোঁয়া’-কে। এদিকে অনেকটাই ফিকে হতে পারে ডান্স বাংলা ডান্সেরও ক্রেজ। দাদাগিরির প্রত্যেকটা সিজনের সম্প্রচার হয়েছে প্রত্যেক শনিবার এবং রবিবার। দাদাগিরির নতুন সিজনে তেমনটা হচ্ছে না। এবার থেকে শুক্র এবং শনিবার সম্প্রচারিত হবে দাদাগিরি। আর রবিবার একদিনের জন্য সম্প্রচারিত হবে ডান্স বাংলা ডান্স।
হ্যাঁ শো-এর নির্মাতা থেকে শুরু করে চ্যানেল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। দর্শকেরা কেউ লিখছেন শুক্র এবং শনিবারে হঠাৎ দেওয়া হল কেন দাদাগিরিকে? কারো মনে প্রশ্ন তাহলে ডান্স বাংলা ডান্সের শনিবারের এপিসোড এর এখন কি হবে? যদিও এই নতুন টাইম স্লট ঘোষণাতে শোনা যাচ্ছে অনুরাগে ছোঁয়ার ভক্তদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম