।। প্রথম কলকাতা।।
Rescue coin: বাড়ি সংস্কারের জন্য মাটি খুঁড়তে গিয়ে পাওয়া গেল ২০০ বছরের বেশি প্রাচীন মুদ্রা এবং একটি ছোট মূর্তি। ঘটনাটি ঘটেছে উলুবেরিয়ায়। মাটির নিচ থেকে একটি প্রাচীন মুদ্রা এবং অষ্টধাতুর একটি মূর্তি পাওয়া গিয়েছে। খবর পেয়ে এলাকায় শোরগোল পড়ে যায়।
দিনকয়েক আগে ভাষাপাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত মিলের শ্রমিক রবিন হাজরার বাড়ি সংস্কারের জন্য মাটি খোঁড়ার কাজ চলছিল। কাজ চলাকালীন একটি প্রাচীন মুদ্রা পান তিনি। তখনই মাটির নিচ থেকে ১৮১৮সালের একটি প্রাচীন মুদ্রা, অষ্ট ধাতুর মূর্তি পাওয়া যায়। মুদ্রাটির একপাশে রাম লক্ষণ সীতার ছবি আছে এবং অন্য প্রান্তে ১৮১৮ সালের পাশাপাশি লেখা আছে ইউকে ওয়ান আনা।
প্রাচীন মুদ্রাটিকে স্থানীয় সোনার দোকানে নিয়ে গেলে তারা জানায় সেটি সোনার। আপাতত প্রাচীন মুদ্রা এবং মূর্তিটি নিজের কাছে রেখে দিয়েছেন ওই বাড়ির মালিক। যদিও তিনি জানিয়েছেন সরকার চাইলে তিনি দুটি জিনিস তাদের হাতে তুলে দিতে চান। থেকে মুদ্রা পাবার খবর শুনে অনেকেই ভিড় জমিয়েছিলেন। কৌতুহলে অনেকে কিভাবে তা উদ্ধার হয়েছে সেই বিষয়ে প্রশ্ন রেখেছেন। এই মুদ্রা এবং অষ্টধাতুর মূর্তিটির ঐতিহাসিক মূল্য অপরিসীম প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম