।। প্রথম কলকাতা।।
Mumbai Terror Attack: ২০০৮ সালের ওই দিনটি কেউ কোনদিন ভুলবেনা। কেউ হারিয়েছে নিজের বাবা, কেউ সন্তান, কেউ পুত্র, কেউ মা, কেউ বন্ধু, কেউ বান্ধবীকে। গতকাল ছিল মুম্বই হামলার ১৪ তম বছর। আর সেই দিনটিকে স্মরণ করে নিউ ইয়র্কে পাক দূতাবাসের সামনে বিক্ষোভ দেখিয়েছেন প্রবাসী ভারতীয়রা। একইরকম প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে হিউসটন, শিকাগো ও নিউ জার্সির পাক কমিউনিটি সেন্টারের সামনে।
মুম্বইয়ে পাক জঙ্গিদের সেই ভয়াবহ হামলা কখনও ভুলবেনা এ দেশ। সিএসটি, তাজ হোটেল, কামা হাসপাতাল সহ একাধিক জায়গা মিলিয়ে মৃত্যু হয়েছে ১৬০ -এর বেশি নিরপরাধ মানুষের। পুলিশ সকলকে নিকেশ করলেও ধরা পড়ে জঙ্গি আজমল কাসভ। ওই ঘটনার পর হাফিজ সইদকে রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক জঙ্গির তকমা দেয়। যদিও এখনও অবধি পাকিস্তানে খোলা ঘুরে বেড়াচ্ছে সে।
‘জি ২৪ ঘন্টা’য় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এদিন লন্ডনেও পাক হাইকমিশনের সামনে বিক্ষোভ দেখিয়েছেন প্রবাসী ভারতীয়রা। ওই বিক্ষোভে যোগ দিয়েছেন ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। স্লোগান ওঠে ‘পাকিস্তান ডুব মরো’, ‘পাকিস্তান শরম করো’। গতকাল মুম্বই হামলায় নিহতদের স্মরণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। তাঁর কথায়, ‘২৬/১১ বার্ষিকীতে যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। আমরা তাঁদের প্রিয়জন ও পরিবারকে আন্তরিক সমবেদনা জানাই। আর সেই সকল নিরাপত্তা কর্মীদের প্রতি শ্রদ্ধা জানাই, যাঁরা কর্তব্যের তাগিদে সাহসিকতার সঙ্গে নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছেন’।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম