।। প্রথম কলকাতা ।।
Skin Care Tips At Home: একদিকে ঘরের কাজ অন্যদিকে অফিসের টার্গেট সামলানো দুদিক সামলাতে গিয়ে নিজেকে সময় দেওয়া হয় না তো? তবে প্রাকৃতিকভাবে উজ্জ্বল ত্বক পেতে চান? তাহলে সহজেই ভরসা করতে পারেন পাকা পেঁপের ওপর এর জন্য বিশেষ কিছু করতে হবে না পেঁপে ভীষণ সহজলভ্য ফল। এই ফলটি শরীরের জন্য দারুন উপকারি। ফলটি নিয়মিত খেলে গন্ডগোল সহ নানান সমস্যা দূর হয়ে যায়। তেমনি ত্বকের যত্ন পেঁপে দারুন কাজ করে।
- পাকা পেঁপেকে চটকে মেখে নিন। এতে দুই টেবিল চামচ টক দই যোগ করুন। দুটো উপাদানকে ভাল করে মিশিয়ে নিন। এবার এটা চুলে লাগান এবং আধ ঘণ্টা চুলে লাগিয়ে রেখে দিন। এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। পেঁপের এই হেয়ার মাস্ক চুল পড়া কমিয়ে দেবে।
- পাকা পেঁপেকে চটকে মেখে নিন। এর সঙ্গে একটা পাকা কলাও চটকে মেখে নিন। এবার এই মিশ্রণটি চুলে লাগিয়ে নিন। এরপর চুলে শাওয়ার ক্যাপ লাগিয়ে নিন। ৪৫ মিনিট রাখার পর শ্যাম্পু করে নিন। এই হেয়ার মাস্ক নিস্তেজ চুলে উজ্জ্বলতা এনে দেবে।
- ট্যান তুলতে ব্যবহার করুন পাকা পেঁপেকে। পাকা পেঁপে ও পাকা কলা একসঙ্গে পেস্ট বানিয়ে নিন। এতে ডিমের সাদা অংশ মিশিয়ে নিন। এবার এটা মুখের পাশাপাশি হাত,পায়েও লাগাতে পারেন। ২০মিনিট পর শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বক ভাল থাকবে।
- দুধ ত্বকের জন্য ভীষণ উপকারী। ত্বকে বার্ধক্যের ছাপ এড়াতে পাকা পেঁপের পেস্টের সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে নিন। এবার এটা সারা মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। ফেসপ্যাক শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক আপনার ত্বকের যৌবন ধরে রাখবে।
অনেকের বাড়িতে কাজ করতে করতে পায়ের উপর বিস্তর চাপ পড়ে।এরফলে গোড়ালি ফেটে যায়। পেডিকিওর করতে যদি সময় না পান তাহলে ফাটা গোড়ালির জন্য পাকা পেঁপে কাজে লাগাতে পারেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম