।। প্রথম কলকাতা ।।
সব রেকর্ড ভেঙে ভারতীয় অস্ত্রের তান্ডব শুরু। বিশ্বের ৮৫ টা দেশে হু হু করে ছেয়ে যাচ্ছে ভারতের অস্ত্র। ব্রাহ্মোসের খেল, যে অস্ত্রের কেরামতিতে ভারতের পাওয়ার বাড়ছে কয়েক গুণ। কোন দেশে সবচেয়ে বেশি অস্ত্র এক্সপোর্ট করছে ভারত? গেম আসছে ভারতের হাতে। “মেক ইন ইন্ডিয়া”র সাক্সেস দেখে হাত কামড়াচ্ছে শত্রু দেশ। নমোর স্বপ্নপূরণ, টার্গেটের আরও কাছাকাছি ভারত। লক্ষ্যের আরো কাছে ভারত। অস্ত্র রফতানিতে করছে রেকর্ড। ২০২২-২৩ সালে মোট ১৬ হাজার কোটি টাকার রেকর্ড অস্ত্র বিক্রি করেছে মোদী সরকার। বিশ্বের ১৯৫টি দেশের মধ্যে কমপক্ষে ৮৫টা দেশ অস্ত্র কিনছে নয়াদিল্লির থেকে। কোন কোন অস্ত্রের মোহে পড়ে ভারতকে বেছে নিচ্ছে বিশ্বের অধিকাংশ দেশ?
সুপারসনিক ক্রস ক্ষেপণাস্ত্র ব্রাহ্মোস, তেজস ছাড়াও
এয়ারক্র্যাফ্ট ক্যারিয়ার, সাবমেরিন, লাইট কমব্যাট এয়ারক্র্যাফ্ট, কমব্যাট চপার সহ যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম রফতানি হচ্ছে ভারত থেকেই সাম্প্রতিক তথ্য বলছে, ভারত থেকে সবচেয়ে বেশি অস্ত্র কিনেছে ফিলিপিন্স। এছাড়াও ইন্দোনেশিয়া, ভিয়েতনাম এমনকী সৌদি আরবকেও বড় অঙ্কের অস্ত্র রফতানি করেছে ভারত। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। এমনকি আমেরিকা, রাশিয়া বা ইজরায়েলের মতো সামরিক শক্তিতে শক্তিশালী দেশগুলো যে যে দেশের কাছ থেকে অস্ত্র কেনে, সেই লিস্টেও রয়েছে ভারতের নাম। অস্ত্র উৎপাদন ও রফতানিতে দিনে দিনে আরও বেশি পাওয়ারফুল হয়ে উঠছে ভারত। মনে করিয়ে দিই, ভারত এর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, “ভারতের মতো এত বড় দেশ শুধু রফতানির উপর নির্ভর করে থাকতে পারে না”।
দশকের পর দশক ধরে ভারত বিশ্বের অন্যতম বড় প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিকারক দেশ। তবে এখন ভারত অস্ত্র রপ্তানির বাজার ধরতে আগ্রহী। আর সেটা প্রতিটা পদক্ষেপে প্রমাণিত টার্গেট ও ফিক্সড। কেন্দ্রীয় সরকারের তরফে ২০২৫ সালের মধ্যে ৩৬,৫০০ কোটি টাকার অস্ত্র রফতানির লক্ষ্যমাত্রার কথা জানানো হয়েছিল। আপাতত, সেই টার্গেট কে সামনে রেখেই দ্রুত এগোচ্ছে ভারত। এই লক্ষ্য পূরণে তেজস-ব্রাহ্মোসের উপর ভারত অনেকাংশেই নির্ভরশীল। আর তাই, অস্ত্র রফতানিতে সেরা দেশগুলোর সঙ্গে টেক্কা দিতে এক পায়ে রাজি নরেন্দ্র মোদীর ভারত। তথ্য বলছে, বিগত তিন দশক ধরেই অস্ত্র রফতানির শীর্ষে যুক্তরাষ্ট্র। বিশ্বের অস্ত্র রফতানি বাজারের ৪০% রয়েছে আমেরিকার দখলে। দ্বিতীয় স্থানে থাকা রাশিয়ার থেকে সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করে থাকে নয়াদিল্লি। বিশ্ব বাজারের ৩১% দখল রয়েছে রুশদের অধীনে! তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে ফ্রান্স ও চিন। পঞ্চম স্থানে জার্মানি প্রায় ৫% বাজার দখল করে রয়েছে তাহলে, কী ভারত অস্ত্র রফতানির বিশ্ব বাজারে প্রথম পাঁচে উঠে আসতে চাইছে? উত্তর দেবে সময়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম