।। প্রথম কলকাতা ।।
Bridal Blouse Designs: বিয়ে মানে টানা তিন দিনের একটা বিরাট উৎসব। সেখানে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকেন বর এবং কনে। বিশেষ করে এখানে কনের কথা উল্লেখযোগ্য। কারণ তাঁর মেকআপ থেকে শুরু করে শাড়ি গয়না সবকিছুই মানুষের দৃষ্টি আকর্ষণ করে। তাই হবু কনেরা নিজের বিয়ের দিন কিংবা বৌভাতের দিন শাড়ির সঙ্গে কী ধরনের ব্লাউজ পরবেন তা নিয়ে বেজায় চিন্তায় পড়ে যান একে তো কোন ডিজাইনের ব্লাউজ তাকে মানাবে, ফ্যাশন বাজারে এখন কী ধরনের ব্লাউজের ডিজাইন চলছে সেই সব নিয়ে চিন্তা থাকে। তার উপরে কেনা ব্লাউজ সঠিক ফিট না হলে পুরো সাজটাই ভেস্তে যেতে পারে।
তাই বুদ্ধিমানের কাজ হবে কিছুটা সময় হাতে রেখে নিজের পছন্দমত মেটিরিয়াল দিয়ে নিজের ডিজাইনের ব্লাউজ তৈরি করিয়ে নেওয়া। এখন ব্লাউজের নিত্য নতুন ডিজাইন আসছে মার্কেটে। কোনটা ছেড়ে কোনটা বিয়ের সাজের সঙ্গে ভালো যাবে তা বাছাই করা খুবই মুশকিল। তাই এই প্রতিবেদনে হবু কনেদের সুবিধার জন্য রইল কিছু ইউনিক ব্রাইডাল ব্লাউজ ডিজাইনের হদিশ। যা আপনার বিয়ের সাজের সঙ্গে বৌভাতের সাজকেও একেবারে অন্যের থেকে আলাদা করে তুলবে।
* বন্ধ গলার ব্লাউজ : এখন বন্ধ গলার ড্রেস কিংবা ব্লাউজ কিন্তু বাজারে ভীষণ চলছে। এই ধরনের ব্লাউজ যদি হয় একটা সুন্দর ভারী পাড় যুক্ত তবে তা আপনার বিয়ের সাজকে অন্য মাত্রা দিতে পারে। সম্পূর্ণ ব্লাউজটি এক কালারের রেখে হাতে জমকালো পাড় বসান। গলায় কিছু ভারি গয়না আপনাকে একেবারে রাজকীয় লুক দিতে পারে। যারা বেশি চওড়া গলা কিংবা বেশি খোলা পিঠের ব্লাউজ পছন্দ করেন না তাদের জন্য এটা বেস্ট অপশন।
* বোট নেক : বোট নেক বেশ চাহিদায় রয়েছে। শুধুমাত্র ব্লাউজ নয় কুর্তি কিংবা ওয়ান পিসের ক্ষেত্রেও বোট নেক ভীষণভাবে পছন্দ করা হয়। বেনারসির রঙের একেবারে বিপরীত রঙের একটি বোট নেক ব্লাউজ বৌভাতের জন্য পরা যেতেই পারে। তবে খেয়াল রাখবেন সেই বোট নেক ব্লাউজের হাত যেন থ্রি কোয়ার্টার বা গ্লাস হাত হয়। ব্লাউজের হাতায় সুন্দর পার থাকলে তা দেখতে আরও ভালো লাগবে।
* ফুল স্লিভ : শীতের শুরুতেই একের পর এক বিয়ের শুভক্ষণ থাকে। যতই ঠান্ডা লাগুক বিয়ের দিন অত সুন্দর সাজের সঙ্গে শাল কিন্তু মানায় না। তাই ঠান্ডা থেকে বাঁচতে আর নিজের লুক কিছুটা অন্যরকম করে ফুটিয়ে তুলুন। একটা লম্বা হাতা ব্লাউজ তৈরি করাতেই পারেন। ব্লাউজের গলা একটু ডিপ হলে দেখতে বেশ সুন্দর লাগে। তবে ফুল স্লিভ ব্লাউজ পরলে কখনই হাতে খুব বেশি চুরি কিংবা অন্যান্য জিনিস রাখবেন না। আর এই লুকটি কিন্তু বর্তমানে বেশ ট্রেন্ডিং।
* কুচি হাতা ব্লাউজ: সব সময় ফ্যাশন ট্রেন্ড মেনে চলতে হবে তেমন কিন্তু কোন রুল নেই। আপনি চাইলে পুরনো দিনের খুব প্রচলিত একটা ব্লাউজের ডিজাইন বেছে নিতেই পারেন। সে ক্ষেত্রে আপনাকে দেখতে লাগবে একেবারেই অনন্যা। এখানে কথা বলা হচ্ছে কুঁচি হাতা ব্লাউজের। এখন বাজারে যদিও বিভিন্ন ধরনের কুঁচি হাতা ব্লাউজ দেখতে পাওয়া যায়। এছাড়াও নিজের ব্রাইডাল লুকে আটপৌরে শাড়ির সাথে একটা ঘটিহাতা ব্লাউজ পড়া যেতেই পারে।
* ফ্রি স্টাইল ব্লাউজ : ফ্রি স্টাইল বলতে আপনার ব্লাউজের পিঠের আকার হবে একটা পাতার মতো। আবার ওয়াটার ড্রপের মত শেপও হতে পারে । পেছনে থাকবে হুক। হাত গ্লাস হাতা রাখাই ভালো। এটাও দেখতে কিন্তু বেশ ভালো লাগে।
ট্রেন্ডিং ডিজাইনের ব্লাউজ বানিয়ে নিজের বিয়ের দিন কিংবা নিজের বৌভাতের দিনকে মন মতো করে তুলুন। মাথায় রাখবেন আপনি কোন ধরনের ব্লাউজে কমফোর্ট অনুভব করবেন সেটাই সবচেয়ে বড় বিষয় । তারপর সেই ধরনের ব্লাউজে নিজের মতো কিছু ডিজাইন অ্যাড করে নিতেই পারেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম