।। প্রথম কলকাতা ।।
পুজোর আগে মাথা ভর্তি ঘন কালো চুল চান? অষ্টমীতে শাড়ি পরে চুল খুললে সকলেই মুগ্ঘ হয়ে আপনাকে দেখবে কিন্তু লিকলিকে চুল মোটেও ভালো লাগবে না দুর্গাপুজোর আর বাকি এক মাস এর মধ্য়েও ঘন চুল পাওয়া সম্ভব অবাক হলেও সত্যি শুধু এই কটা টিপস মেনে চলুন সামান্য কিছু ঘরোয়া জিনিস ব্যবহার করেও লম্বা ঘন চুল পাওয়া সম্ভব। দেখে নিন কী সেই উপকরণগুলি?
পুজোর আগে চুলের ঘনত্ব বাড়াতে বেদানা তেল ম্যাজিকের মতো কাজ করবে। বেদানা তেলে থাকা পিউসিনিক অ্যাসিড নতুন চুল গজাতে সাহায্য করে। চুল ভালো রাখার জন্য ভৃঙ্গরাজ তেলের নাম তো শুনেছেন হাতের তালুতে এই তেল নিয়ে স্ক্যাল্পে ভালো করে মাসাজ করু।ন চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে নিন এরপর বাকি তেল মালিশ করে নিন পর দিন শ্যাম্পু করে ফেলুন। এতো তাড়াতাড়ি চুল বাড়বে যে আপনার চোখে পড়বেই এক ঢাল লম্বা চুল চান অনেকেই। চুল বড় করতে অনেকেই এমন আছেন যাঁরা দীর্ঘ দিন চুল ছাঁটেন না। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন চাইলেই তো সব পাওয়া যায় না। তার জন্য অনেক পরিশ্রম করতে হয়।
চুল পড়ার সমস্যা দূর করতে মেথি খুব ভাল কাজ করে। মেথিতে থাকা প্রোটিন এবং নিকোটিনিক অ্যাসিড চুলের গোড়া মজবুত করে চুল উজ্জ্বল এবং লম্বা করতে সাহায্য করে আমলকিতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, অ্যান্টি-অক্সিড্যান্ট এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান তা চুল পড়া বন্ধ করতে দারুণ কাজ করে। মাথার ত্বক ভাল রাখতে দ্রুত চুল বাড়াতে আমলকির জুড়ি মেলা ভার। শরীরের মতো চুলেরও প্রয়োজন পর্যাপ্ত পুষ্টির। রোজ কী খাচ্ছেন তার প্রভাব শুধু শরীরে নয়, চুল ও ত্বকেও পড়ে। পুষ্টির অভাব ঘটলে চুল পড়ার মতো সমস্যা দেখা দেয়। অত্যধিক হারে চুল পড়লে তা বড় হতেও বেশি সময় নেয়। চুল বড় করতে মাথার ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন।
মাথার ত্বক অর্থাৎ স্ক্যাল্পে ময়লা জমে থাকলে চুলের ক্ষতি হয়। লম্বা হতেও সময় নেয়। খেয়াল রাখবেন চুলের গোড়ায় যেন ময়লা না জমে। এর জন্য নিয়মিত শ্যাম্পু করা জরুরি। তা সম্ভব না হলেও এক দিন অন্তর শ্যাম্পু করে নিন। অনেকেই হয়তো বাড়ির বড়দের কাছে শুনে থাকবেন যে, চুল কাটলে বড় হয় তা়ড়াতা়ড়ি। এতে কিন্তু কোনও ভুল নেই। প্রতি মাসে চুল ট্রিম করা অবশ্যই জরুরি। বলছেন বিশেষজ্ঞরাও।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম