।। প্রথম কলকাতা ।।
Mamata Banerjee: পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মুখ্যমন্ত্রীর জেলা সফর শুরু হয়েছে। দিন কতক আগে তিনি নদিয়া সফরে গিয়েছিলেন। এরপর তাঁর জেলা সফরের তালিকায় ছিল ঝাড়গ্রামের বেলপাহাড়ি। আগামী ২৯ নভেম্বর অর্থাৎ মঙ্গলবার তিনি যাচ্ছেন সুন্দরবনে। এ কথা নিজেই জানিয়েছিলেন বুধবারের বিধানসভা অধিবেশনে। এই প্রথম সুন্দরবনের কোন প্রত্যন্ত গ্রামে মুখ্যমন্ত্রীর আগমন ঘটতে চলেছে। তাই স্বাভাবিকভাবেই প্রস্তুতিতে কোনরকম ত্রুটি রাখতে চাইছে না জেলা প্রশাসন। ইতিমধ্যেই সেখানে হেলিকপ্টারের ট্রায়াল রান শুরু হয়ে গিয়েছে।
সম্প্রতি মুখ্যমন্ত্রী কৃষ্ণনগর সফরে গিয়েছিলেন সেখানেই তিনি দুটি নতুন জেলা সুন্দরবন এবং বসিরহাট তৈরি করার কথা ঘোষণা করেন। বর্তমানে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার ১৯ টি ব্লক রয়েছে সুন্দরবনের মধ্যে। এরমধ্যে যে ১৩ টি ব্লক দক্ষিণ ২৪ পরগনার। সেই ১৩ টি ব্লক নিয়েই পৃথক সুন্দরবন জেলা এবং বাকি উত্তর ২৪ পরগনার ছয়টি ব্লক নিয়ে বসিরহাট জেলা তৈরি করার চিন্তাভাবনা চলছে। হিঙ্গলগঞ্জ সফরে গিয়ে সেই সংক্রান্ত কিছু ঘোষণা মুখ্যমন্ত্রী করতে পারেন বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।
হিঙ্গলগঞ্জে প্রস্তুতি চলছে কেমন ?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আকাশ পথে হেলিকপ্টারের মাধ্যমে সুন্দরবনের হিঙ্গলগঞ্জ কালীতলা পঞ্চায়েত সংলগ্ন মাঠে প্রশাসনিক সভা করবেন। আগামী মঙ্গলবার যেহেতু এই সভা খোলা মাঠে হতে চলেছে তাই এতে বিপুল পরিমাণ জনসমাগম হবে বলেই মনে করছেন স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। কালীতলা ও টাকির মাঠে হেলিকপ্টার নামা ওঠার ট্রায়াল রান করা হয়েছে এক দফা। মঙ্গলবার কালীতলা মাঠে মুখ্যমন্ত্রী সভা সেরে টাকিতে গিয়ে পৌঁছবেন। সেখানেই তাঁর রাত্রিবাসের আয়োজন করা হয়েছে।
এই মুহূর্তে রাস্তা গুলি মেরামতির কাজ থেকে শুরু করে ইছামতী নদীর পাড়কেও সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে। মুখ্যমন্ত্রীর আগমনে এই পর্যটন কেন্দ্রের প্রচার বাড়বে বলে আশাবাদী বসিরহাট দক্ষিণের বিধায়ক। এছাড়াও গোটা এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে খবর।
বিধানসভায় যেদিন মুখ্যমন্ত্রী হিঙ্গলগঞ্জ আসার ঘোষণা করেছিলেন সেই দিনই তিনি জানিয়েছিলেন হিঙ্গলগঞ্জ এসে তিনি প্রকৃতি পুজো করবেন। সুন্দরবনকে নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারের মাস্টারপ্ল্যান রয়েছে। এই বিষয়টিতে নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে বনমন্ত্রীকে। অন্যদিকে মুখ্যমন্ত্রী জানান, এই মাস্টার প্ল্যান যদি সফল হয় তবে প্রত্যেক বছর সুন্দরবনে সাইক্লোন, বন্যার জন্য যে ক্ষতি হয় তার পরিমাণ অনেক কমবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম