।। প্রথম কলকাতা ।।
আর্জেন্টিনার প্রাণভোমরা তিনি। তাঁকে ঘিরেই স্বপ্নের জাল বুনেছে আর্জেন্টাইন সমর্থকরা। সেই মেসি দলকে খাদের কিনারা থেকে তুলবেন না তা কি হয়! দ্বিতীয়ার্ধের মেসি ম্যাজিকের ঝলকানিতে জয় পেল আর্জেন্টিনা। বেঁচে গেল পরবর্তী রাউন্ডে যাওয়ার আশা। হারলেই যে বিদায় নিশ্চিত ছিল। গোল করলেন ও গোল করলেন আর্জেন্টাইন সুপারস্টার। সেই সঙ্গে বিশ্বকাপের মঞ্চে গড়লেন ব্যক্তিগত নজির। কিংবদন্তি মারাদোনার সঙ্গে বসলেন একই আসনে।
দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে গোল করে দলের অক্সিজেন ফিরিয়ে দেন লিও। সেই সঙ্গে বিশ্বকাপের মঞ্চে আট গোল করে মারাদোনার সঙ্গে একই আসনে জায়গা করে নিয়েছেন। বিশ্বকাপে দুজনেই করেছেন ২১ ম্যাচে ৮টি গোল। তবে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের মঞ্চে বেশি গোল আছে কেবল গাব্রিয়েল বাতিস্তুতার, ১০টি। পাশাপাশি এদিন মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচ ছিল মেসির বিশ্বকাপের ২১ তম ম্যাচ। এখানেও মারাদোনার পাশে জায়গা করে নিলেন আর্জেন্টাইন সুপারস্টার। কিংবদন্তি মারাদোনাও বিশ্বকাপে খেলেছিলেন ২১ ম্যাচ।