।। প্রথম কলকাতা ।।
জল্পনা শোনা যাচ্ছিল বহুদিন ধরে। মুকুট ধারাবাহিক নাকি আর চলবে না। এমনি থেকেই টিআরপির তালিকায় ধারাবাহিকটা প্রথম থেকেই সেভাবে হিট করতে পারেনি। সেই জল্পনাই সত্যি হতে চলেছে। সূত্রের খবর, খুব শীঘ্রই শেষ হবে মুকুট ধারাবাহিক। নেপথ্যের কারণ একটাই, কম টিআরপি।
একটা সময় ছিল যখন এক একটা ধারাবাহিক চার বছর, পাঁচ বছর কখনো বা তিন বছর পর্যন্ত টানা চলত। টেলি দুনিয়ায় সেটা ছিল স্বর্ণযুগ। কিন্তু দর্শকদের চাহিদার সঙ্গে তাল মেলাতে গিয়ে এখন বহু ধারাবাহিক বন্ধের মুখে। বর্তমান সময়ে দাঁড়িয়ে একটা ধারাবাহিক দুই বছর টিকে থাকা বিশাল ব্যাপার। সম্প্রতি একের পর এক সিরিয়াল বন্ধের হিড়িক লেগেছে। সেই তালিকায় এবার নাম জুড়ল মুকুটের নাম।
ধারাবাহিকটির মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে শ্রাবণী ভুঁইয়াকে। চলতি বছরের মার্চ মাসের শেষ সপ্তাহ থেকেই শুরু হয়েছিল। দর্শকদের নজর কেড়েছিলেন নবাগত অভিনেতা অর্ঘ্য মিত্র। কিন্তু পাঁচ মাস হলেও টিআরপির তালিকার প্রথম দশে সেভাবে নাম কুড়োতে পারেনি মুকুট। এর আগে শ্রাবনীকে দর্শক দেখেছে মাধবীলতা ধারাবাহিকে। মাধবীলতাও খুব বেশি দিন চলেনি। একই ঘটনা ঘটতে চলেছে মুকুটের সঙ্গে। অথচ অভিনেত্রী শ্রাবণী বেশ জনপ্রিয় মুখ। টলিপাড়ায় তার ভক্ত সংখ্যা নেহাত কম নয়। মাধবীলতা ঘিরে দর্শকদের মধ্যে বেশ ভালই প্রতিক্রিয়া ছিল। মুকুটের শুরুটাও হয়েছিল টানটান উত্তেজনা পর্ব দিয়ে। কিন্তু শেষ রক্ষা হল না।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম