।। প্রথম কলকাতা ।।
ইন্ডিয়ান এয়ার ফোর্সের হাতে আসছে “শত্রুপক্ষের কাল”। সি-২৯৫ এয়ারলিফটারের নামেই বুক কাঁপছে চীন পাকিস্তানের। নিমেষেই হবে উধাও? করবে কামাল। ভয়ঙ্কর ফিচার এই যুদ্ধবিমানে। ২৫-এ ছোঁবে হিন্দোন বায়ুসেনাঘাঁটি। ফার্স্ট ব্যাচ দিচ্ছে স্পেন, পরের লটে থাকছে বড় চমক। শত্রু দেশের রাতের ঘুম উড়িয়ে দিল ভারত। আরও পাওয়ারফুল ইন্ডিয়ান এয়ার ফোর্স। সি-২৯৫ এবার ভারতের হাতে। চলবে আকাশপথে নজরদারি। চীন সীমান্তে শত্রুপক্ষের আগ্রাসন মোকাবিলা সহজ হবে।
লাদাখ, সিকিম, অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণরেখার দুর্গম ঘাঁটিগুলোতেও সহজে অস্ত্র-রসদ পৌঁছে দিতে পারবে সেনা। সি-২৯৫ ব্যবহার করে আহত বা অসুস্থ সেনাদের ফিরিয়ে আনা যাবে। ৩০০০০ ফুট উচ্চতায় দুর্দান্ত গতিতে উড়তে পারে এই যুদ্ধবিমান। ৯ টন পর্যন্ত পেলোড বা ৭১ জন সেনা পরিবহণ করতে পারবে। ফিক্সড-উইং বিমান এবং হেলিকপ্টারগুলিতে এয়ার-টু-এয়ার রিফুয়েলিংয়ের ক্ষমতা রয়েছে। পেলোড বা ৭১ জন সৈন্য বহন করতে পারবে। এই বিমানের, ফিক্সড-উইং বিমান এবং হেলিকপ্টারগুলিতে এয়ার-টু-এয়ার রিফুয়েলিংয়ের ক্ষমতা রয়েছে। টানা ১১ ঘণ্টা ৪৮০ কিমি বেগে ছুটবে এই সি-২৯৫ বিমান। বিমানটিতে প্রত্যাহারযোগ্য ল্যান্ডিং গিয়ার রয়েছে, ১২.৬৯ মিটার লম্বা একটি কেবিন রয়েছে। যুদ্ধবিমানটি ছোট রানওয়েতে টেকঅফ এবং অবতরণ করার ক্ষমতা রাখে।
এর মারাত্মক গতির কারণে শত্রুর চোখে ধুলো দিয়ে নিমেষে উধাও হয়ে যাওয়া কোনো বড় কথা নয়। দু’বছর আগেই ৫৬টি সি-২৯৫ বিমানের জন্য স্পেনের সংস্থা এয়ারবাসের সঙ্গে ২২ হাজার কোটি টাকার চুক্তি করেছিল নয়াদিল্লি। স্পেনের নির্মাতা সংস্থার থেকে ১৬টি সি-২৯৫ বিমান ভারতীয় বায়ুসেনার হাতে আসছে হ্যাঁ, চুক্তির অধীনে, এয়ারবাস চার বছরের মধ্যে স্পেনের সেভিয়ায় থাকা তাদের চূড়ান্ত অ্যাসেম্বলি লাইন থেকে ‘ফ্লাই-অ্যাওয়ে’ অবস্থায় প্রথম ১৬টি যুদ্ধবিমান তুলে দিচ্ছে এবং পরবর্তী সময়ে আরও ৪০টা সি-২৯৫ ভারতের ভাদোদরার কারাখানাতে তৈরি হবে। টাটা অ্যাডভান্সড সিস্টেমস ম্যানুফ্যাকচার করার পাশাপাশি অ্যাসেম্বেল ও করবে। এটা করা হবে দুই দেশের দুটো কোম্পানির মধ্যে একটি ইন্ডাস্ট্রিয়াল পার্টনারশিপের অংশ হিসাবে।
ইউরোপের বাইরে প্রথমবার এই যুদ্ধবিমান তৈরি হবে। ভারতীয় বায়ুসেনার হাতে এই বিমান এলে অভ্র-৭৪৮ বিমান আর ব্যবহার করা হবে না। সব ঠিক থাকলে ২৫ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের হিন্দোনের বায়ুসেনা ঘাঁটিতে নামবে সি-২৯৫ এর প্রথম ব্যাচ। সামরিক ক্ষেত্রে বড় সাফল্য আসবে ভারতের হাতে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম