।। প্রথম কলকাতা ।।
Black Spot on Skin: ঘাড়ে, গলায় কিংবা বগলে বহু মানুষের কালো দাগ থাকে। এই দাগ ময়লার কারণে নয়। গায়ের রং ফর্সা অথচ শরীরের কিছু কিছু অংশ কালো। যার কারণে অনেক সময় ওয়েস্টার্ন পোশাক পরা যায় না। দামি দামি প্রসাধন ব্যবহার করেও এই সমস্যা থেকে মুক্তি মেলে না। অনেকে এই জেদি দাগ তুলতে বেশ বিড়ম্বনায় পড়েন। যদিও এই দাগ তোলা বেশ সময় সাপেক্ষ। তবে ধৈর্য ধরে যদি কয়েকটি নিয়ম ফলো করেন, তাহলে ফিরে পেতে পারেন আগের ফর্সা ঝকঝকে পরিষ্কার ত্বক। ঘরোয়া টোটকাতেই রয়েছে এই সমস্যার সমাধান।
(১)বাড়িতে যদি গ্লিসারিন থাকে খুব ভালো। না হলে তার পরিবর্তে নিয়ে নিতে পারেন কয়েক ফোটা লেবুর রস। তার সঙ্গে মিশিয়ে নিন চন্দনের গুঁড়ো আর গোলাপ জল। মিশ্রণটি তৈরি করতে একটু উষ্ণ গরম জল ব্যবহার করবেন। উপকরণটি ভালোভাবে গলা, ঘাড়ে মেখে অন্তত ২০ থেকে ২৫ মিনিট রেখে দেবেন। শুকিয়ে গেলে ধীরে ধীরে ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলবেন। আপনি যদি এই প্যাক সপ্তাহে অন্তত তিন দিন ব্যবহার করেন, তাহলে কয়েক সপ্তাহ পর পার্থক্য বুঝতে পারবেন।
(২)এই কালো দাগ দূর করতে দুর্দান্ত কাজ দেয় বেকিং সোডা। কারন এতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান। বেকিং সোডার সঙ্গে সামান্য জল মিশিয়ে একটি মিশ্রণ বানাবেন। মিশ্রণটি কালো ছোপ ছোপ দাগের উপরে লাগিয়ে দশ মিনিট অপেক্ষা করবেন। শুকিয়ে গেলে ভালোভাবে ধুয়ে ফেলবেন। আপনি জলের বদলে বেকিং সোডার সঙ্গে নারকেল তেলও ব্যবহার করতে পারেন।
(৩)এই সমস্যার দুর্দান্ত সমাধান পেতে ব্যবহার করতে পারেন দই আর হলুদের পেস্ট। প্রথমে একটি পাত্রে ২ চামচ দই নেবেন।তার সঙ্গে সামান্য পরিমাণে হলুদ মেশাবেন। কাঁচা হলুদ হলে আরো ভালো। এই মিশ্রণটি অন্তত ২০ মিনিট লাগিয়ে অপেক্ষা করবেন। তারপর শুকিয়ে গেলে ভালোভাবে স্ক্রাব করে ধুয়ে ফেলবেন।
(৪)ঘাড়ে কালো ছোপ দূর করতে ব্যবহার করতে পারেন রক সল্ট। কারন এই সল্ট দিয়ে ত্বক ভালো এক্সফোলিয়েট করা যেতে পারে। তবে স্নানের আগে প্রতি দিন এই কাজটি করা প্রয়োজন।
(৫)এই জেদি সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করুন ময়েশ্চারাইজার। সুস্থ এবং ঝলমলে ত্বকের পেতে পাশাপাশি ব্যবহার করতে হবে গোলাপজল। অনেকেই আছেন যারা টোনার হিসেবে গোলাপ জল ব্যবহার করে থাকেন। এটি ত্বকের কালো দাগ যেমন দূর করে, তেমনই ত্বক ভিতর থেকে পরিষ্কার রাখতে সাহায্য করে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম