।। প্রথম কলকাতা ।।
Dark Underarms solutions: বগলের কালো ছোপ পড়েছে? আর তাই স্লিভলেস পরতে পারছেন না? ভাবছেন কেউ দেখে ফেললে লজ্জায় পড়বেন? অতো চিন্তার কিছু নেই। বগলের কালো দাগ নিয়ে কম বেশি সব মহিলাই ভুক্তভোগী। এর জন্য পার্লারে গিয়ে মোটা টাকা খরচ করার কোনও প্রয়োজন নেই।ঘরোয়া টোটকায় সহজেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। পুজোর আগেই এই দাগ কিভাবে তুলে ফেলবেন তা জানতে দেখে নিন এই প্রতিবেদন। প্রথমে জেনে নেওয়া যাক, কেন বগলে কালো ছোপ পড়ে? কী কী কারণ রয়েছে এর পিছনে?
অনেকেই নানারকম ডিওডোরেন্ট আন্ডার আর্মসে ব্যবহার করে থাকেন। তার কেমিকেলের প্রভাব বগলের কালো ছোপের অন্যতম কারণ। আবার শেভিং করার কারণে বারবার সেখানে ঘষা লাগে। যার কারণে বগলে কালো ছোপ পড়ে যেতে পারে। বারবার ঘষা লাগায় সেখানে মৃত কোষ জমা হয়। সেই কারণে কালো ছোপ পড়তে পারে।আবার চাপা জামাকাপড় পরলেও ঘষা লাগে। সেখান থেকেও কালো ছোপ হতে পারে। এছাড়া নানারকম ত্বকের সমস্যার কারণে বগলে কালো ছোপ হতে পারে। এবার জেনে নিন সহজেই কিভাবে এই দাগ থেকে মুক্তি পাবেন।নিয়ম মেনে চললে পুজোর আগেই আপনার বগল হয়ে উঠবে দাগহীন। তখন স্লিভলেস টপ বা ব্লাউজ পরতে আর কোনও সমস্যাই হবে না।
এজন্য একটি পাত্রে ১ চামচ বেসন নিন। তার মধ্যে কয়ক ফোঁটা নারকেল তেল মিশিয়ে দিন। এর সঙ্গে এক চিমটে হলুদ মেশাতে হবে। শেষে পরিমাণ মতো অ্যালোভেরা জেল মিশিয়ে নিতে ভুলবেন না। এবার প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে দিন। তারপর সেটি বগলের কালো ছোপের ওপর লাগিয়ে নিন। ভালো করে ঘষে ঘষে মাখুন। ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। লেবু ও নারকেল তেল মিশিয়ে একটি প্যাক বানিয়ে নিন। এটি আপনার বগলে খুব ভালো স্ক্রাবার হিসেবেও কাজ করবে। এই মিশ্রণ ভালো করে আন্ডার আর্মসে লাগিয়ে নিন। তারপর কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন। ময়শ্চারাইজার লাগিয়ে নিন। সপ্তাহে অন্তত ২বার ব্যবহার করতেই হবে।
প্রাচীন যুগ থেকেই মহিলাদের বিউটি রুটিনে অলিভ অয়েল ব্যবহার হয়ে এসেছে। অলিভ অয়েল ত্বকের জন্য খুবই উপকারী। এক টেবিল চামচ অলিভ অয়েল নিন।তার সঙ্গে এক টেবিল চামচ ব্রাউন সুগার মিশিয়ে নিন।এবার দুটি মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। আপনার বগলে সেই মিশ্রণ লাগিয়ে নিন। ২ মিনিট স্ক্রাব করুন।তারপর কয়েক মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার ব্যবহার করতে পারেন এই মিশ্রণ। এই ঘরোয়া পদ্ধতিগুলি মেনে চলুন। দেখবেন বগলের কালো ছোপ ধীরে ধীরে উধাও হয়ে যাবে। এবার নিশ্চয়ই আপনি পুজোর বাজারে স্লিভলেস রাখবেন, তাই না!
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম