।। প্রথম কলকাতা ।।
মোদী-স্ট্র্যাটেজিতেই সুপারহিট জি 20 ইন্টারন্যাশনাল মিডিয়া সেন্টার। দিল্লীর জি20 তেও মিলেমিশে একাকার গঙ্গা-ব্রহ্মপুত্র- গোদাবরী-কৃষ্ণা। নদনদীর নামেই এক একটা জোন। কোন কৌশলে পদ্মময় জি20 তে প্রায়োরিটি পেল নদীমাতৃক ভারতবর্ষ? ৩৫ টা দেশের মিডিয়া। এর মাঝেই ইন্টারন্যাশনাল মিডিয়া সেন্টারে একেবারে জ্বলজ্বল করছে ভারতের এই অমূল্য সম্পদের নাম। প্রগতি ময়দানের ভারত মণ্ডপম কনভেনশন সেন্টার।এখানেই চোখ ধাঁধানো ইন্টারন্যাশনাল মিডিয়া সেন্টার মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। ভারতে জল সম্পদের গুরুত্ব কতটা?
পদ্মময় আন্তর্জাতিক মিডিয়া সেন্টারে ঢুকলেই সেটা জলের মতো পরিষ্কার হয়ে যায়। এখানেই ৯ টা ওয়ার্কিং জোনের নামে উঠে এসেছে ভারতের নদনদী। গঙ্গা, যমুনা, নর্মদা, ব্রহ্মপুত্র, কাবেরী, গোদাবরী, কৃষ্ণা, ইন্দাস ও মহানদী। ভারতীয় জনজীবনে যেসব নদনদীর গুরুত্ব অপরিসীম। কৃষি কাজ থেকে শুরু করে পরিবহন, মাছ সংগ্রহ, জলবিদ্যুৎ উৎপাদন, শিল্পের বিকাশ ভারতের নদনদী ছাড়া এসব অসম্পূর্ণ।
গঙ্গা: ভারতের দীর্ঘতম নদী গঙ্গা। জায়গা করে নিয়েছে ইন্টারন্যাশনাল মিডিয়া সেন্টারে। দৈর্ঘ্য ২৫০০ কিলোমিটার, গোটা ভারতে এই নদী ২০৭১ কিলোমিটার জুড়ে বিস্তৃত। উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপত্তি হওয়ার পর উচ্চ মধ্য ও নিম্ন মোট তিনটি গতিপথে প্রবাহিত হয়েছে। উৎসস্থলে এই নদীর নাম ভাগীরথী। দেবপ্রয়াগ থেকে অলকানন্দা ও ভাগীরথীর মিলিত প্রবাহ গঙ্গা নামে পরিচিত। হরিদ্বার থেকে বিহারের রাজমহল পর্যন্ত গঙ্গার মধ্য গতি, বিহার থেকে মোহনা পর্যন্ত নিম্নগতি। মূল নদীটি পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে। আর ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
যমুনা: গঙ্গার ডান দিক থেকে আগত উপনদী গুলোর মধ্যে অন্যতম যমুনার নামও দেখা গেছে। এটা গঙ্গার দীর্ঘতম এবং ভারতের দীর্ঘতম উপনদী। যমুনা প্রবাহ পথের রাজ্যগুলোর মধ্যে রয়েছে উত্তরাখন্ড, হিমাচল প্রদেশ, উত্তর প্রদেশ, হরিয়ানা, দিল্লী।
ব্রহ্মপুত্র: ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য ২৯০০ কিলোমিটার, ভারতে ৮৮৫ কিলোমিটার প্রবাহিত হয়েছে। ব্রহ্মপুত্র তিব্বতের চেমাউং দুং হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। ব্রহ্মপুত্র ভারতে প্রবেশের পর অরুণাচলের মধ্য দিয়ে বয়ে গেছে।
গোদাবরী: গোদাবরী দক্ষিণ ভারতের সর্ববৃহৎ এবং দীর্ঘতম নদী। মহারাষ্ট্রের পশ্চিমঘাট পর্বতমালার ত্রিম্বক মালভূমি থেকে উৎপন্ন হয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এই নদী দক্ষিণের গঙ্গা নামেও পরিচিত।
কাবেরী: ভারতের পবিত্র নদী কাবেরী ও ইন্টারন্যাশনাল মিডিয়া সেন্টারে জায়গা পেয়েছে। ৮০৫ কিলোমিটার দৈর্ঘ্যের কাবেরী নদী কর্নাটকের পশ্চিমঘাট পর্বতমালার ব্রহ্মগিরি পর্বতের তালা কাবেরী হ্রদ থেকে এই নদীর উৎপত্তি। মহীশূর মালভূমি এবং দক্ষিণ কর্ণাটক মালভূমির উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে এসে পড়েছে।
কৃষ্ণা: দক্ষিণ ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী। পশ্চিমঘাট পর্বতমালার মহাবালেশ্বর এর উত্তর অংশ থেকে কৃষ্ণার উৎপত্তি। এরপর পূর্বদিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে।
এছাড়া নর্মদা, ইন্দাস, মহানদীও আন্তর্জাতিক মিডিয়া সেন্টারের ওয়ার্কিং জোনে রয়েছে। পদ্মফুলের আলো, পদ্মফুলের মোটিফ, পদ্মফুলের অডিও ভিস্যুয়াল, পদ্মফুলের ট্যাবলো, কাটআউট এসবের বাইরেও নদীমাতৃক ভারতবর্ষকে বিশ্ব দরবারে তুলে ধরতে জি ২০ এর এই মঞ্চ একেবারে অনন্য। স্বপ্নপূরণ হয়েছে ভারতের। সদস্যের তালিকায় ইউরোপীয় ইউনিয়ন সহ আরো ১৯টি দেশের মধ্যে আছ চোয়াল শক্ত করে দাঁড়িয়ে রয়েছে ভারত। কম বড় কথা? জি20 র জগৎসভা সভাপতিত্বে ভারতবর্ষ। তাই, সুযোগ পেতেই বিশ্বমঞ্চে নদীমাতৃক ভারতবর্ষকে হাইলাইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুঝিয়ে দিলেন এই অমূল্য সম্পদের উপর কতটা নির্ভরশীল ভারত। গোটা বিশ্ব জানল গঙ্গা-যমুনা গোদাবরী ব্রহ্মপুত্র কৃষ্ণার কথা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম