।। প্রথম কলকাতা ।।
Adar Poonawalla: বিশ্বজুড়ে করোনার প্রকোপ যখন প্রবল আকার ধারণ করেছে, তখন দেশবাসীর কাছে ভরসা ছিল টিকা। যা উৎপাদন করে সাধারণ মানুষের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার কাজ করেছে আদর পুনাওয়ালার সিরাম ইনস্টিটিউট। এবার কোটি টাকার প্রতারণার শিকার হয়েছে পুনাওয়ালার সংস্থা। সংবাদ প্রতিদিন-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বরে এক কোটি টাকার প্রতারণার শিকার হয় সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। গোটা ঘটনার তদন্তে নামে মহারাষ্ট্র পুলিশ, মোট ৭জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। যদিও প্রতারণার মূল মাথাকে এখনও খুঁজে বের করতে পারেনি পুলিশ। কিন্তু কীভাবে ঘটল এই ঘটনা?
রিপোর্ট অনুযায়ী, সিরামের অন্যতম ডিরেক্টর সতীশ দেশপান্ডে গেল সেপ্টেম্বরে পুলিশে অভিযোগ জানান, এক ব্যক্তি আদর পুনাওয়ালা সেজে তাঁকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে। আর WhatsApp নম্বরে পুনাওয়ালার ছবি দেখে বিভ্রান্ত হয়েছিলেন তিনি। তাই ওই ব্যক্তির নির্দেশ মত আটটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ১ কোটি ১ লক্ষ টাকা স্থানান্তর করেন। পরে তিনি বুঝতে পারেন যে, সেই ম্যাসেজ বা বার্তা আদর পুনাওয়ালা থেকে পাননি।
দেশপান্ডের কাছ থেকে গোটা ঘটনার বিবৃতি শুনে তড়িঘড়ি অভিযোগ দায়ের করেন পুলিশ। এরপর সেই ৮টি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয় এবং অ্যাকাউন্টের সূত্র ধরেই গ্রেফতার করা হয় অভিযুক্তদের। এক পুলিশ কর্তার কথায়, তদন্ত নেমে বিভিন্ন প্রান্ত থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের। পুলিশ কর্মকর্তার সূত্রে, আপাতত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে থেকে ৩ জনকে সম্প্রতি পাকড়াও করেছে পুলিশ। তারপর ৮টি অ্যাকাউন্ট ছাড়াও আরও ৪০টি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। যেখান থেকে প্রায় ১৩ লক্ষ টাকার কাছাকাছি বাজেয়াপ্ত করা হয়েছে।
যদিও মূল মাথা এখনও ধরাছোঁয়ার বাইরে। যার খোঁজ পেতে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ। করোনার বিরুদ্ধে হাতিয়ার তৈরিতে পথ দেখিয়েছে সিরাম ইনস্টিটিউট। ভারতে প্রথম কোভিড টিকা উৎপাদন করেছে এই সংস্থা। ইংল্যান্ডের অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার সঙ্গে একযোগে কাজ করে ‘কোভিশিল্ড’ উৎপাদন করে তাঁরা। আর এই সংস্থাই প্রতারণার শিকার হয়েছে। যা জানা যেতেই হইচই পড়ে গিয়েছে চারিদিকে। এখন ঘটনার মূল চক্রীকে খুঁজতে সমস্ত প্রচেষ্টা চালাচ্ছে পুলিশ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম