।। প্রথম কলকাতা ।।
Weather update: শীত এখনই কমছে না। তাপমাত্রা উঠানামা করলেও শীতের আমেজ বজায় থাকবে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। স্বাভাবিকের নিচে তাপমাত্রা থাকায় জমিয়ে শীতের আমেজ থাকবে আরো কয়েকদিন। ফলে অবাধ উত্তরে হাওয়ায় আরো চার পাঁচ দিন শীতের আমেজ চলবে রাজ্যে।
তবে এখনই কনকনে ঠান্ডা পড়তে আরো কিছুদিন দেরি আছে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ফের কমাতে শীতের অনুভূতি বজায়। উত্তরে হাওয়া বইবে তাই শীতের আমেজ বজায় থাকবে। আগামী কয়েক দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই যাচ্ছে।
আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েক দিন কলকাতায় স্বাভাবিকের কাছে তাপমাত্রা থাকবে। তবে রাজ্যের বাকি অংশে কনকনে ঠান্ডা টের পাওয়া যাচ্ছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে তাপমাত্রা কম থাকবে। স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি নিচে থাকবে পারদ। আশঙ্কা রয়েছে ঘূর্ণাবর্তের। উত্তর আন্দামান সাগর সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে এই ঘূর্ণাবর্তের অবস্থান।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এই মুহূর্তে কোনো সিস্টেম না থাকায় আগামী পাঁচ দিন শুষ্ক পরিষ্কার আবহাওয়া থাকবে। এই মুহূর্তে শুধুমাত্র উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস ঢুকছে বাংলায়। রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালে রাতে শীতের আমেজ বেশি লাগলেও বেলায় তা চলে যাবে। কলকাতায় আগামী কয়েক দিন তাপমাত্রা এইরকমই থাকবে হের ফের হবে না।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম