।। প্রথম কলকাতা ।।
শাড়ি, সালোয়ার-কামিজ বা ওয়েস্টার্ন আউটফিটসহ সব পোশাকের সাথেই মানিয়ে যায় কাজল। কাজলকালো চোখ একজন নারীকে করে তোলে আরও বেশি মায়াবী আর আকর্ষণীয়। চোখের কাজল ছড়িয়ে যাওয়ার কিন্তু এই কাজল দেওয়ার পর একটি কমন সমস্যা হল কাজল ছড়িয়ে যাওয়া। কাজল নিয়ে এই একই অভিযোগ কমবেশি সব মেয়ের। এত সুন্দর করে কাজল দিয়ে চোখ সাজানোর পর যদি চোখে কাজল ছড়িয়ে যাওয়া শুরু হয় তাহলে পুরো সাজটাই নষ্ট হয়ে যায়।
কাজল ছড়িয়ে গেলে তা চোখের চারপাশে পুরো কালো করে ফেলে, সেই সাথে আপনার পুরো ফেইসে একটা ডার্ক ইফেক্ট এনে দেয়। চোখে কাজল ছড়িয়ে যাওয়ার সমস্যা বেশি হয় গরমের দিনে। কারণ এ সময় চোখের নীচটা ঘামে, সেই সাথে পুরো মুখে তেল ওঠে। যার জন্য কাজল লেপ্টে যায়। এছাড়া যাদের চোখের পাতা তৈলাক্ত কিংবা যাদের চোখে কাজল দেওয়ার সময় বেশি পলক পড়তে থাকে, তাদের চোখে কাজল বেশি ছড়ায়। চোখে কাজল ছড়িয়ে যাওয়া থেকে বাঁচতে কী করবেন ? অল্প কয়েকটি টিপস মেনেই কাজল ছড়িয়ে যাওয়ার সমস্যা এড়ানো যায়। কাজল লাগানোর আগে চোখ ভালো করে ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে মুছে নিন।
কাজল ব্যবহারের পূর্বে চোখের নিচে ও আশেপাশে ভালো করে লুজ বা সাধারণ পাউডার লাগিয়ে নিন। এগুলো চোখের নিচের তেল শুষে নেবে এবং কাজল ছড়িয়ে যাওয়া বন্ধ করবে। যদি কাজল একটু লিকুইড বা তৈলাক্ত ধরনের হয় তবে কাজল দেওয়ার পর চিকন আইশ্যাডো ব্রাশ দিয়ে ম্যাট ফিনিশের কালো আইশ্যাডো দিয়ে নিন। এতে কাজলের তৈলাক্ত ভাব চলে গিয়ে কাজলটা দীর্ঘস্থায়ী হবে। সেইসাথে চোখে একটা স্মোকি ভাব এসে চোখকে আরও আকর্ষণীয় করে তুলবে। কাজল ছড়িয়ে যাওয়া এড়াতে দিনের বেলা হালকা করে কাজল দিন। আর রাতের বেলায় গাঢ় করে কাজল লাগান।
চোখের ভেতরের দিকে কাজল দিলে ছড়িয়ে যায় বেশি। কাজেই কাজল দেওয়ার সময় চোখের কোণায় হালকা করে কাজল দিয়ে মাঝখানের অংশে গাঢ় করে কাজল দিন। চোখের কোণে গাঢ় করে কাজল না দিলে কাজলটা আর ছড়াবে না। চোখের বাইরে কাজল লাগানোর পর এর উপর দিয়ে পাতলা করে আইলাইনার লাগিয়ে নিন। এতে কাজল ছড়ানোর সম্ভাবনা থাকবে না। আরো ভালো ফল পেতে শুকিয়ে যাওয়ার পর চোখে মাশকারা ব্যবহার করুন। চোখের নিচের পাতায় কাজল লাগানোর সময় চোখের ওয়াটার লাইনের বাইরে থেকে কাজল লাগানো শুরু করে তারপর ভেতরের দিকে কাজল লাগান।
তা না হলে চোখের জল বের হয়ে কাজলের কালির সাথে মিশে কাজল ছড়িয়ে যাবে এবং চোখের আশপাশটা কালো হয়ে যাবে। ভালো ব্র্যান্ডের কাজল ব্যবহার করুন। ওয়াটার প্রুফ দেখে কাজল কিনুন। এই কাজল দীর্ঘ সময় পর্যন্ত স্থায়ী হয়। কাজল কেনার আগে এর গায়ে লাগানো লেবেল লক্ষ্য করুন। “Smudge Proof” অথবা “Long-lasting” লেখা দেখে কিনুন। এ ধরনের কাজল দীর্ঘসময় চোখে থাকার পাশাপাশি ছড়াবেও না। যদি সম্ভব হয় কাজল লাগানোর পূর্বে প্রাইমার ব্যবহার করুন। চোখের পাতা সহ আশেপাশের স্থানে প্রাইমার লাগিয়ে তারপর কাজল লাগিয়ে নিন। রাতে ঘুমানোর আগে অবশ্যই কাজল পরিষ্কার করে ঘুমাতে যাবেন। এই টিপসগুলো ফলো করলে চোখে কাজল ছড়িয়ে যাওয়ার সমস্যা খুব সহজেই এড়ানো যায়। সেই সাথে চোখও দেখাবে আকর্ষণীয় ও সুন্দর।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম