।। প্রথম কলকাতা ।।
Hair Care Tips: চুল উজ্জ্বল ও মোলায়েম রাখতে অবনেকেই হেনা ব্যবহার করে থাকেন। কেউ কেউ চুল প্রাকৃতিকভাবে রং করতেও চুলে হেনা লাগান। দীর্ঘ সময় চুলে মেহেদি রাখার অসুবিধা চুলের উজ্জ্বলতা প্রভাবিত করতে পারে চুলে বেশিক্ষণ মেহেন্দি রাখলে চুলের উজ্জ্বলতা শেষ হয়ে যেতে পারে চুল নষ্ট হয়ে যেতে পারে। আমি কি আপনার সেই সুস্থ হয়ে যেতে পারে। কেউ কেউ আবার শুধু মাথা ঠান্ডা করার জন্য চুলে হেনা লাগান এমন অবস্থায় তুলে বেশিক্ষণ হেনা রাখলে চুলের রং নষ্ট করে দিতে পারে কতক্ষণ চলে কেনা লাগিয়ে রাখতে হবে? একটা নির্দিষ্ট সময়ের পর হেনা চুলে লাগিয়ে রাখা ঠিক নয়। সঙ্গে হেনার মিশ্রণও সঠিকভাবে তৈরি করা উচিত। জানুন, হেনা লাগানোর আগে কী কী বিষয় মাথায় রাখবেন।
অনেকেই চুলে ৪-৫ ঘণ্টা হেনা লাগিয়ে রাখেন। এর ফলে চুলের টেক্সচার নষ্ট হয়ে চুল শুকিয়ে যেতে পারে। হেয়ার এক্সপার্টরা মনে করেন, আপনি যদি চুলে রং করার জন্য হেনা লাগিয়ে থাকেন, তাহলে দেড় ঘণ্টার বেশি সময় লাগাবেন না। আর যদি ডিপ কন্ডিশনিং-র জন্য হেনা লাগান তাহলে ৪৫ মিনিট রাখুন। অনেকেই রয়েছেন যারা দু-তিন ঘন্টা মাথায় হেনা লাগিয়ে কাজ করেন। কোনভাবেই ৪৫ মিনিটের বেশি হেনা রাখার দরকার নেই। এর বেশি সময় লাগলে একটু উপকারের পরিবর্তে ক্ষতি হতে পারে। হেনা চুলকে অনেকসময় ড্রাই করে তোলে। তাই হেনার মিশ্রণ তৈরি করার সময় তাতে সামান্য অলিভ অয়েল বা দই মেশান। হেনা লাগানোর পর চুল ধুয়ে শ্যাম্পু করে চুল খানিকটা শুকিয়ে গেলে হেয়ার সেরাম লাগাতে ভুলবেন না।
বাজারচলতি হেনার প্যাকেট ব্যবহার না করার পরামর্শ দিয়ে থাকেন হেয়ার এক্সপার্টরা। সেক্ষেত্রে আপনি যদি হেনা করতেই চান তাহলে মেহেন্দি পাতা বেটে নিয়ে তৈরি করুন হেয়ার প্যাক। তাতে কফির গুঁড়ো, দই, ডিম, অলিভ অয়েল মেশাতে পারেন। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে এমনটা জানা গিয়েছে। হেনা চুলকে শুষ্ক প্রাণহীন করে তুলতে পারে। এই পরিস্থিতি এড়াতে চুলে হেনা লাগানোর পর তেল লাগান। অলিভ অয়েল বা আপনার পছন্দের তেল মিশিয়ে নিতে পারেন। এতে চুলকে কন্ডিশন করবে এবং চুলের উজ্জ্বলতা বাড়বে।
চুলে হেনা লাগানো গ্রীষ্মের একটি ভালো এবং উপকারী বিকল্প হতে পারে। হবে মনে রাখবেন দীর্ঘ সময় চুলে হেনা লাগানো থেকে বিরত থাকুন।যাতে চুলে কোনো খারাপ প্রভাব না পড়ে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম