।। প্রথম কলকাতা ।।
লন্ডনে একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সানা ও সারা মেয়েদের জন্য সৌরভ -সচিন কত টাকা খরচ করছেন? সাধারণ ঘরের ছেলে-মেয়ে কী পড়তে পারবে এখানে? টিউশন ফি শুধু নাকি ৩৫ লক্ষ টাকা! বিশ্বের সবচেয়ে দামি কলেজে পড়ার খরচ কত হয় জানেন? সারা নাকি সৌরভ কন্যা সানা পড়াশোনায় কে সবচেয়ে ভালো? লন্ডনের ইউসিএল বিশ্বের সবথেকে নামি বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে অন্যতম। প্রায় সব দেশের মেধাবী ছাত্রছাত্রীরা এই প্রতিষ্ঠানে পড়তে আসতে চান। মেধার বিচারে ছাত্র-ছাত্রীদের বাছাই করা হয় এখানে। এখানে পড়াশোনা করাটাও ভীষণ কঠিন। পড়াশোনার খরচ চালানোটাও বেশ মুশকিলের। বিশেষ করে নামী দামী মানুষের ছেলে মেয়ে বেশি পড়তে দেখা যায়।
লা মার্টিনিয়ার ফর গার্লস ও লরেটো হাউস স্কুলে পড়াশোনার পর বিদেশে চলে যান সানা। সম্প্রতি লন্ডন গ্লোবাল ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে স্নাতক হলেন সানা গাঙ্গুলী। কনভোকেশন অনুষ্ঠানে মেয়ের সাথে থাকার জন্য লন্ডনে গিয়েছেন সৌরভ। মেয়ের পড়ানোর জন্য মোটা অঙ্কের টাকা খরচ করেছেন সৌরভ গাঙ্গুলী। তিন বছরের কোর্সের জন্য পড়াশোনা করতে গেলে এখানে নাকি খরচ করতে হয় ১ কোটি ৬ লক্ষ ৮০ হাজার টাকা। সেই সঙ্গে টিউশন ফি, খাওয়া-দাওয়ার খরচ আলাদা দিতে হয়। বিশ্ববিদ্যালয়ের কোর্স ফি এবং থাকা-খাওয়া মিলিয়ে যা খরচ তা সাধারণ মানুষের ধরাছোঁয়ার একেবারে বাইরে। বিশ্ব ব়্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে রয়েছে ইউসিএল। যেখানে পড়াশোনা করা ছাত্র এবং অধ্যাপকদের মধ্যে মোট ৩০ জন নোবেল পুরস্কার পেয়েছেন। সেখানেই নিজেদের মেয়েকে পড়াতে চেয়েছেন সৌরভ সচিন।
মা অঞ্জলি তেন্ডুলকর ছিলেন চিকিৎসক তাঁরই পথ অনুসরণ করে মেডিসিন নিয়ে পড়াশোনা করেছেন সারা তেন্ডুলকর। বর্তমানে ইউসিএল থেকে এমএসসি ডিগ্রির জন্য পড়াশোনা করছেন সারা। একবছরের মাস্টার অব সায়েন্স ডিগ্রির জন্য খরচ ৪০ লক্ষ টাকা। ৩০ থেকে ৩৫ লাখ টাকা শুধুমাত্র টিউশন ফি হিসেবে দিতে হয়। বিখ্যাত বাবাদের পথ ধরে তাঁদের দুজনের মধ্যে একজনও ক্রিকেটকে বেছে নেননি। নিজেদের চেষ্টায় সারা-সানা কেরিয়ার গড়বেন। দুজনের মধ্যে কে সবচেয়ে বেশি পড়াশোনায় ভালো?
সানা স্নাতক হলেও এখনই কলকাতায় ফিরে আসছেন না। বরং আরও উচ্চশিক্ষার জন্য লন্ডনেই থাকবেন। তবে বেহালার গঙ্গোপাধ্যায় পরিবারের কন্যার দুর্গাপুজোর সময় কলকাতায় থাকার কথা। সানার কনভোকেশন হয়ে গেলে সপরিবারে কয়েক দিন ইংল্যান্ডে ছুটি কাটিয়ে দেশে ফিরতে পারেন সৌরভ গাঙ্গুলী। অন্যদিকে সচিন তেন্ডুলকর কন্যা সারা সোশ্যাল মিডিয়া সেনসেশন দুর্দান্ত ফ্যাশন সেন্সের জন্য লাইমলাইটে থাকেন। এই স্টার কিড পড়াশোনার পাশাপাশি মডেলিংয়ের দিকেও ভীষণ আগ্রহ সারার। ভারতের প্রাক্তন ক্রিকেটাররা তো তারকা বটেনই তাঁদের ছেলেমেয়েরাও কোনও অংশে কম যান না। ভারতীয় ক্রিকেটারদের জীবন সবসময় আকর্ষণীয়। তাদের পরিবারকে নিয়েও কম আগ্রহী নন নেটিজেনরা। আগামী দিনে সারা-সানার কেরিয়ার কোনদিকে এগোয় তা তো সময়ই বলবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম