।। প্রথম কলকাতা ।।
Puja Rituals : হিন্দু ধর্মাবলম্বীরা যেকোনো ভগবানের পুজোকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখেন। তার কারণ হিসেবে বলা যায়, ঈশ্বরকে মনের কথা জানানোর জন্য তাদের কাছে পুজো গুরুত্বপূর্ণ মাধ্যম । আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট আমরা ভগবানের পায়ে অর্পণ করতে চাই পুজোর মাধ্যমে। একেকজনের জন্য পুজোর নিয়ম একেক রকম । সকলেই নিজের মতো করে দেবতাদের আরাধনা করে থাকেন । কিন্তু কয়েকটি নিয়ম রয়েছে যা সকলেই মেনে চলেন । শাস্ত্রমতে এই নিয়মে পুজা করলে মিলবে সুফল।
জেনে দিন পুজো করার আসল নিয়ম
১) অনেকেই দাঁড়িয়ে পুজো করেন আবার অনেকেই বসে পুজো করেন। তবে শাস্ত্রে বলে বসে পুজো করলে অসুবিধা কিছু নেই।কিন্তু ঠাকুরের আসন যেন আপনার অবস্থানের থেকে বেশ কিছুটা উপরে হয়।
২) শাস্ত্রমতে দাঁড়িয়ে পুজো করা উচিত নয় । মাটিতে বসতে না পারলে প্রয়োজনে চেয়ার বা চৌকি ব্যবহার করতে পারেন । কারণ ঠাকুরের সামনে সবসময় হাঁটু মুড়ে প্রার্থনা করাকে শুভ বলে মনে করা হয়।
৩) পুজো করার সময় আপনার মুখ থাকবে কোন দিকে. স্বাভাবিকভাবেই যেদিকে ঠাকুর থাকবেন সেদিকেই আপনি মুখ করবেন । কিন্তু ঠাকুর রাখার এবং পুজোতে বসার শাস্ত্রে উল্লেখিত নিয়ম অনুযায়ী, পূর্ব দিকে ঠাকুরের সিংহাসন রাখা অত্যন্ত শুভ । আপনি যখন পুজো করতে বসবেন তখন পুজোর যাবতীয় উপকরণ থাকবে আপনার বাঁ হাতের দিকে । আর ঘন্টা, ধূপকাঠি এই সমস্ত উপকরণ থাকবে আপনার ডান হাতের দিকে।
৪) যখন পুজো করতে বসবেন পুরুষ হোন কিংবা মহিলা অবশ্যই মাথা ঢেকে বসবেন । মহিলাদের খোলা চুলে কখনই পুজো করা উচিত নয়।
৫) স্নান না করে তুলসী পাতা গাছ থেকে কখনও তুলবেন না। পরিষ্কার জামা কাপড় ছাড়া দেবতার আসনের পাশে না যাওয়াই শ্রেয়।
৬) রবিবার বাড়ির নিত্য পুজো করলে যদি তাতে দুর্বা ঘাস ব্যবহার করেন তবে করবেন না। কারণ রবিবার দুর্বা ঘাস তুলতে নেই শাস্ত্রমতে।
৭) এছাড়াও দেবতার সামনে জ্বলতে থাকা প্রদীপ কখনই নিভিয়ে দেবেন না । প্রয়োজনে প্রদীপ সরিয়ে আনুন এবং তারপরে নেভান । ফুঁ দিয়ে কখনও প্রদীপ নেভানোর চেষ্টা করবেন না।
অঞ্চলভেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে পুজোর নিয়ম পালন করা হয়ে থাকে। তবে উপরে উল্লেখিত এই নিয়মগুলি প্রায় সব জায়গাতেই একই রকম ভাবে পালন করা হয়। এই নিয়ম গুলি মেনে পুজো করলে অবশ্যই গৃহদেবতা প্রসন্ন হবেন। আপনার জীবনেও নেমে আসবে সুখ স্বাচ্ছন্দ্য।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম