।। প্রথম কলকাতা।।
Wedding Videography: শীত শীত ভাব আসলেই যেন একটা উৎসবের আমেজ অনুভব করা যায় । এই ধরুন বিয়ে বাড়ির আমন্ত্রণ থেকে শুরু করে ২৫ ডিসেম্বর, থার্টিফার্স্ট নাইট সহ আরও কত রকমের কত উৎসব রয়েছে তালিকায়। শীতের মরশুম কিন্তু বিয়ের জন্য একেবারেই পারফেক্ট । এই বিয়েকে ঘিরে কত রকমের কত আয়োজন অনুষ্ঠান চলে বলুন তো ! যদি ব্যবসায়ীর নজর দিয়ে দেখেন তবে বিয়ে আস্ত একটা ব্যবসার জায়গা । ব্যাপারটা দুটো পরিবারের কিন্তু সেখান থেকে রোজগার হচ্ছে বিভিন্ন পেশায় থাকা মানুষের । এক্ষেত্রে আপনি যদি অন্যদের থেকে খানিকটা ক্রিয়েটিভিটিতে এগিয়ে থাকেন তবে বিয়ের সিজনে হতে পারবেন লাভবান। প্রয়োজন শুধু কয়েকটা ভালো ক্যামেরা, ফটো এবং ভিডিওগ্রাফি স্কিল আর টিমের।
বিয়েতে ফটোগ্রাফার আর ভিডিওগ্রাফারদের চাহিদা কিন্তু তুঙ্গে থাকে। তাঁরাই তো এমন একমাত্র মানুষ যারা নব দম্পতি আর তাদের পরিবারের এই মিষ্টি মধুর স্মৃতি গুলিকে লেন্স বন্দি করে রাখবেন। ভিডিওগ্রাফি বিয়েতে একেবারেই নতুন ব্যবসা নয় । বহু বছর ধরে এই ব্যবসা চলে আসছে। কিন্তু সময়ের সাথে সাথে সবকিছুই নিজেকে আপডেট করেছে। সেক্ষেত্রে বিয়ের ভিডিওগ্রাফি কী করে পিছিয়ে থাকে? এখন আর বড় বড় ছবি দিয়ে ব্যাকগ্রাউন্ডে সুন্দর বাংলা গান চালিয়ে বিয়ের ভিডিও তৈরি হয় না। এখন মার্কেটে সবথেকে বেশি চাহিদা ওয়েডিং স্টোরি টেলিং ভিডিওগ্রাফির।
ওয়েডিং স্টোরি টেলিং ভিডিওগ্রাফিটা ঠিক কী ?
এই ধরনের ভিডিওগ্রাফি খুব বেশি পছন্দ করছেন মানুষ। কারণ এই ধরনের ভিডিওগ্রাফিতে যেমন বিয়ের সমস্ত রীতিনীতি গুলি ধরা পড়ছে ঠিক তেমনভাবেই কনে কিংবা বর পক্ষের যে মানুষগুলি বিয়ের সঙ্গে জড়িয়ে রয়েছেন তাদের মনের ভাব , তাদের কখনও না বলা কিছু কথা ক্যাপচার করা হচ্ছে। ব্যাপারটা ঠিক এইরকম, বিয়ের সকাল থেকে যেমন বিভিন্ন রীতিনীতি মানা হয় সেইগুলি সবই ভিডিওতে ক্যাপচার করা হবে। এছাড়াও কনে কিংবা বরের বন্ধু মহলের কাছ থেকে জেনে নেওয়া হবে ঠিক কী রকম ছিল তাঁর কৈশোর, ঠিক কেমন মানুষ সে।
ভিডিওতে থাকবে বিভিন্ন নতুনত্ব। এই ধরুন কনের বান্ধবীদের তরফ থেকে বরের জন্য কোন মেসেজ কিংবা বরের বন্ধুদের তরফ থেকে কনে এবং কনের বান্ধবী বা বোনেদের জন্য কোন মেসেজ । পরিবারের বড়দের তরফ থেকে নব দম্পতির জন্য মেসেজ । আবার কোন কোন ভিডিওতে দেখা যায় বর কনে গায়ে হলুদের সাজে নিজেদের সেই প্রথম দেখার গল্প বলতে গিয়ে স্মৃতির পাতায় হারিয়ে যান। সহজ ভাষায় বলতে গেলে এই ভিডিওগ্রাফিতে গল্প বলা হবে । সেই গল্প অন্য কেউ নয় বলবে সেদিনের সেন্টার অফ অ্যাট্রাকশন বর-কনে কিংবা তাদের খুব কাছের মানুষেরা । আর সেই গল্পের সাথে সাথেই বিয়ের সমস্ত মুহূর্ত গুলি ফুটে উঠবে ভিডিওর মধ্যে।
কী ভাবে শুরু করতে পারেন এই ব্যবসা ?
* কেউ যদি এই ব্যবসা একেবারেই নতুন হয় তাহলে সর্বপ্রথম তাঁর একটা ভালো টিম দরকার। একই সঙ্গে প্রয়োজন ক্যামেরা এবং আনুষাঙ্গিক বিভিন্ন জিনিস। একার পক্ষে গোটা বিয়ে কভার করা কখনই সম্ভব নয়।
* এই ব্যবসার সঙ্গে যারা বহুদিন ধরে জড়িত রয়েছেন তাদের সময়ের সাথে নিজেকে আপডেট করা প্রয়োজন। মানুষ কী চাইছেন, কী করলে ভিডিওগ্রাফিতে প্রাণ আসছে সে বিষয়টা ভিডিওগ্রাফারকেই খুঁজে বের করতে হবে।
* এমন একটা টিম তৈরি করুন যারা যেকোনো পরিস্থিতিতে নিজের ১০০ শতাংশ দিয়ে কাজ করবে।
* প্রি ওয়েডিং থেকে শুরু করে ওয়েডিং ডে ভিডিওগ্রাফি এবং ফটোশ্যুটের প্যাকেজ রাখতে পারেন ক্লায়েন্টদের জন্য।
সবশেষে নিজের সোশ্যাল মিডিয়ায় আপনার কাজ শেয়ার করতে ভুলবেন না কিন্তু। কারণ আজকের দিনে এই সমস্ত ব্যবসায় নিজের বিজ্ঞাপন নিজেকেই দিতে হয়। সে ক্ষেত্রে ভীষণভাবে ব্যবহার করুন নিজের সোশ্যাল মিডিয়াকে । ক্লায়েন্টের জন্য তৈরি করা তাদের বিয়ের ভিডিও থেকে ছোট ছোট ক্লিপ নিয়ে দিতে পারেন সোশ্যাল মিডিয়ায় । তবে অবশ্যই অনুমতি নিতে হবে ক্লায়েন্টের। সেই কাজ যখন অন্যান্য আর পাঁচজন দেখবেন , তাদের পছন্দ-অপছন্দ এবং মন্তব্য আপনার ব্যবসাকে এগিয়ে যাওয়ার জন্য ভীষণভাবে সাহায্য করবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম