।। প্রথম কলকাতা ।।
Chandrayaan-3: ২০১৯ এর ক্ষত ভুলে সত্যি হল স্বপ্ন। ২০২৩ এর ২৩শে আগস্ট ঐতিহাসিক দিন। চাঁদের মাটি ছুঁলো ভারতের চন্দ্রযান ৩। যার চোখ দিয়ে চাঁদের রহস্য জানবে গোটা দুনিয়া। নতুন ইতিহাস গড়ল ভারত। চাঁদের দক্ষিণ মেরুতে বন্ধুর এলাকায় নামল বিক্রম। ইসরোকে শতকোটি ধন্যবাদ জানাচ্ছে গোটা দেশ।
বুধবার ভারতীয় সময় সন্ধ্যে পৌনে ছটা থেকে অবতরণ প্রক্রিয়া শুরু হয়। চাঁদের মাটিতে বিক্রম নেমেছে ৩০ কিলোমিটার উপর থেকে। সমান্তরাল গতিবেগ ছিল প্রতি সেকেন্ডে ১.৬৮ কিলোমিটার। চাঁদের দক্ষিণ মেরুতে জল আছে কিনা সেই সংক্রান্ত নানান গুরুত্বপূর্ণ তথ্য জানাবে চন্দ্রযান ৩। জল থাকা মানে অক্সিজেনও থাকবে। খুলে যাবে বিজ্ঞান জগতের বড় দুয়ার। ভবিষ্যতের চাঁদের বুকে গড়ে উঠতে পারে দ্বিতীয় পৃথিবী। যার সূচনার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে ভারতের নাম।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম