।। প্রথম কলকাতা ।।
নানান কারণে আমাদের চুল পড়ে থাকে চুল যাতে না পড়ে তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি। বিভিন্ন রকম হেয়ার প্যাক ব্যবহার করি। তা সত্ত্বেও যেন কোনো কাজ হচ্ছে না অযত্নের কারণে চুল ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। অপুষ্টিও এর জন্যে দায়ী। কয়েকটি ঘরোয়া হেয়ার মাস্ক নিয়মিত ব্যবহার করলেই চুল পড়া বন্ধ হবে। ঘরে হাতের নাগালে যা যা আছে সেই দিয়েই বানিয়ে নিতে পারেন এই হিয়ার মাসকগুলি।
কলা ও মধুর হেয়ার মাস্ক:
একটি কলা ছাড়িয়ে চটকে নিন। এর সঙ্গে দুই চামচ মধু মেশান। দুটি উপকরণ ভালো করে মিশিয়ে হেয়ার মাস্ক বানান। ৩০ মিনিট পরে চুলে শ্যাম্পু করে নিন। টক দই ও ডিম।
একটি ডিম ফাটিয়ে নিন। এর সঙ্গে আধ কাপ টক দই মেশান। দুটি উপকরণ ভালো করে মিশয়ে হেয়ার মাস্ক তৈরি করুন। চুলে লাগানোর পরে ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। ভিটামিন ই ও নারকেল তেল
২ টেবিল চামচ নারকেল তেল নিন, এর সঙ্গে দুটি ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস মেশান। দুই উপকরণ ভালো করে মিশিয়ে তৈরি করুন আপনার হেয়ার মাস্ক। ১ ঘণ্টা পর শ্যাম্পু করুন।
অ্যালোভেরা ও ক্যাস্টর অয়েল:
২ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে এক চামচ ক্যাস্টর অয়েল মিশিয়ে তৈরি করুন আপনার হেয়ার মাস্ক। এই মিশ্রণ আপনার চুলে লাগানোর পরে ৩০ মিনিট অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করে নিন।
মেথির হেয়ার মাস্ক:
এটি আপনার চুলের জন্যে খুবই উপকারী। একটি পাত্রে ২ টেবিলচামচ মেথি দানা সারা রাত ভিজিয়ে রেখে পরের দিন বেটে নিন। পরিমাণ মতো জল মিশিয়ে তৈরি করুন হেয়ার মাস্ক।
আর্গন অয়েল ও মধু:
২ টেবিল চামচ আর্গন অয়েলের সঙ্গে ১ টেবিল চামচ মধু মেশান। দুই উপকরণ ভালো করে মিশিয়ে মাথায় লাগিয়ে নিন। ৩০ মিনিট পর শ্যাম্পু করুন।
একটি ডিম ফাটিয়ে নিন। এর সঙ্গে আধ কাপ টক দই মেশান। দুটি উপকরণ ভালো করে মিশিয়ে হেয়ারমাসক তৈরি করুন। চুলে লাগানোর পর কুড়ি মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম