।। প্রথম কলকাতা ।।
২০২৪ লোকসভার আগেই মাস্টারস্ট্রোক মোদীর। মোদীর ভাষণের গুরুত্বপূর্ণ ৫টা পয়েন্ট আপনার জানা দরকার। মোদী গ্যারান্টি দিলেন পরের বছর কী হতে চলেছে। দেশের মহিলা ও মধ্যবিত্তদের জন্য বড় ঘোষণা। যারা স্বাধীনতা দিবসের সকালে মিস করলেন লাল কেল্লা থেকে প্রধানমন্ত্রীর ভাষণ তাদের ৫ টা গুরুত্বপূর্ণ পয়েন্ট আজ জানতেই হবে। পাকিস্তানকে কড়া বার্তা, দেশের জন্য উদ্ভাবনি কোনও ঘোষণা নাকি মধ্যবিত্তদের জন্য বড় ছাড়?
মণিপুরের অশান্তির ভয়াবহতা নিয়ে প্রশ্ন তুলেই স্বাধীনতা দিবসের সকালে ভাষণ শুরু করেন নমো। সেসঙ্গে পরিস্কার জানিয়ে দেন মণিপুরের সঙ্গে গোটা দেশ রয়েছে। সবথেকে বড় ফোকাস ২০২৪ নিয়ে ভবিষ্যতবাণী মোদীর। তিনি বলেন “আমি ২০১৪ সালে এসে পরিবর্তনের বার্তা দিয়েছিলাম, ২০১৯ সালে আমাদের কাজের নিরিখে আপনারা আমাদের আশীর্বাদ দিয়েছিলেন। আমি আগামী বছরও স্বাধীনতা দিবসে দেশের উপলব্ধির কথা তুলে ধরব।” এর মানে ২০২৪ যে মোদী ফের ক্ষমতায় আসছেন সেই ইঙ্গিত এখনই দিয়ে দিলেন নমো।
মধ্যবিত্তদের জন্য সুদে বড় ছাড়। লোকসভা নির্বাচনের আগেই কার্যত ছক্কা হাঁকালেন নমো। দেশের যে সমস্ত বাসিন্দারা বস্তি, চউল বা বেআইনি কলোনি এবং ভাড়া বাড়িতে থাকেন তাঁরা খুব শীঘ্রই অল্প সুদে হোম লোনের জন্য আবেদন করতে পারবেন। আর এই জন্য খুব শীঘ্রই এই স্কিম নিয়ে আসা হবে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে মহিলাদের জন্য বড় ঘোষণা নমোর। মোদী বলেন, ‘আমার স্বপ্ন, দেশের গ্রামে গ্রামে ২ কোটি দিদি লাখপতি হবেন।’ এর জন্য একটি প্রকল্পের পরিকল্পনার কথাও জানান নরেন্দ্র মোদী। এই প্রকল্প বাস্তবায়িত হলে গ্রমীণ অঞ্চলে মহিলাদের অবস্থার পরিবর্তন ঘটবে।
পরিবারতন্ত্র নিয়ে বিরোধীদের তুলোধনা। “দুর্নীতি দেশকে শেষ করে দিয়েছে। পরিবারতন্ত্র দেশকে শেষ করে দিয়েছে। এই পরিবারতন্ত্র দেশের জনসাধারণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। আর তুষ্টিকরণ আমাদের দেশের প্রকৃতি বদলে দিয়েছে। এই তিনটি বিষয়ের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে।” গ্যারান্টি দিলেন মোদী। ভারত খুব জলদি 6G আবহে ঢুকে যেতে চলেছে। ভারত না থামে, না ক্লান্ত হয় এটি মোদীর গ্যারান্টি যে আগামী ৫ বছরে ভারত বিশ্বের শীর্ষ তিনটি অর্থনীতির মধ্যে থাকবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম