।। প্রথম কলকাতা ।।
Jalpaiguri: গাঁজা পাচারকারীদের অভিনব পাচারের কায়দা দেখে ফের একবার হতবাক সাধারণ মানুষ। পাবলিক ট্রান্সপোর্টকে ব্যবহার করে অনায়াসে গাঁজা পাচার করার ছক কষা হয়েছিল । কিন্তু পুলিশের হস্তক্ষেপে বানচাল হল সমস্ত পরিকল্পনা । জলপাইগুড়ি জেলার গয়েরকাটা আমাডিপা এলাকায় শুক্রবার রাতে একটি বেসরকারি বাস আটক করে চলে তল্লাশি । আর সেই বাস থেকেই উদ্ধার করা হয় বেশ কয়েকটি ব্যাগ ভর্তি গাঁজা। যার বাজার মূল্য বর্তমানে প্রায় লক্ষাধিক ।আটক করা হয়েছে এক সন্দেহভাজনকে।
পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ওই বাসটি আলিপুরদুয়ার থেকে জলপাইগুড়ির দিকেই যাচ্ছিল। পুলিশের কাছে গোপন সূত্র মারফত আগেই খবর এসেছিল যে, ওই বেসরকারি বাসে গাঁজা পাচার করা হচ্ছে। সেই মতো বাসটিকে আমাডিপা এলাকায় দাঁড় করিয়ে তল্লাশি অভিযান চালায় বানারহাট থানার ট্রাফিক পুলিশ। সেখানে বাসের সিটের নিচ থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয় । সেই ব্যাগের মধ্যেই ছিল গাঁজা। যদিও ব্যাগটি কার তা কেউই স্বীকার করতে নারাজ । উদ্ধার করা হয়েছে মোট ১৮ কেজি গাঁজা।
এক বাস যাত্রী জানান, প্রথমে একটি ব্যাগ উদ্ধার করা হয় । পরবর্তীতে তল্লাশি চালিয়ে সেই রকম গাঁজা ভর্তি আরো কয়েকটি ব্যাগ মেলে। বাসে থাকা এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। যদিও পুলিশি জেরার মুখে ওই ব্যাগ যে তাঁর এমন কিছুই স্বীকার করেননি তিনি। বরং নিজেই কান্নায় ভেঙে পড়েন। পুলিশের অনুমান এই গাঁজা গুলি আলিপুরদুয়ারের দিক থেকেই পাচার করা হয়েছিল। গাঁজা উদ্ধার হওয়ার পর ঘটনাস্থলে এসে উপস্থিত হন জলপাইগুড়ি পুলিশ সুপার । এছাড়াও সেখানে ছিলেন জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ। এইভাবে পাবলিক ট্রান্সপোর্টের মাধ্যমে ভিড়ের মধ্যে মিশে গাঁজা পাচার করার নেপথ্যে কারা রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম