।। প্রথম কলকাতা।।
School Demolished: দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে থাকা একটি স্কুল ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল স্থানীয় ক্লাব কর্তৃপক্ষ। আর এই বিষয়টিকে কেন্দ্র করেই বর্তমানে শুরু হয়েছে চাপানউতোর। স্কুলটি তৈরি করা হয়েছিল সরকারি জমিতে। বিগত প্রায় বেশ কয়েক বছর ধরে স্কুলটি বন্ধ ছিল। কিন্তু এইভাবে স্থানীয় ক্লাব কর্তৃপক্ষের স্কুলটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত একেবারেই ঠিক নয় বলে জানিয়েছেন স্কুল ইন্সপেক্টর থেকে শুরু করে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সদস্যরা।
এই ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের ১৫ নম্বর ওয়ার্ডের ৪ নম্বর শাঁখারী পুকুর এলাকায়। জানা যায়, এই স্কুলটি প্রায় ৩০ বছর ধরে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। এই জায়গাটিকে কোন কাজেই বর্তমানে লাগানো হয় না। অভিযোগ, এই রকম পরিস্থিতিতে স্থানীয় সেবক সংঘের সদস্যরা স্কুলটি ভেঙে দেয় গতকাল। অন্যদিকে স্কুল ভেঙে দেওয়ার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পুলিশ। জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদের তরফ থেকেও পাঠানো হয় আধিকারিকদের ।
সরকারি প্রাথমিক স্কুল এইভাবে ভেঙে মাটিতে মিশিয়ে দেওয়ার ঘটনা প্রসঙ্গে জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদের ডিআই স্বপন দত্ত জানান, তিনি রিপোর্ট হাতে পেলে বিষয়টি সংসদের চেয়ারম্যানকে জানাবেন। অন্যদিকে সেবক সংঘ ক্লাবের সভাপতি তমালকান্তি মণ্ডলের দাবি, ওই প্রাইমারি স্কুলটি বহু বছর পুরনো। ৫ ইঞ্চি দেওয়াল করে সেটি তৈরি করা হয়েছিল । টিনের চালের ছাউনি দেওয়া ওই স্কুল বাড়িটি দীর্ঘদিন ধরে ভগ্নদশায়ে পড়ে রয়েছে। যেহেতু স্কুলের পাশে একটি খেলার মাঠ রয়েছে তাই যেকোনো সময় পাঁচিল ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে। যার কারণে স্কুল কর্তৃপক্ষকে এর আগে বহুবার তাঁরা স্কুলটি ভেঙে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন।
স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে বেশ কয়েকজন লোকও সেটি পরিদর্শন করতে এসেছিল। কিন্তু তাতেও কোন সুরাহা হয়নি। দিনের পর দিন এইভাবে পড়ে থাকার কারণে আপনা আপনিই দেওয়াল গুলি ভেঙে পড়েছে স্কুল বাড়িটির। সেই জায়গাটিকেই পরিষ্কার করা হচ্ছিল স্থানীয় ক্লাবের উদ্যোগে। স্কুলটি তাঁরা ভাঙেনি বলেই দাবি স্থানীয় ক্লাবের ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম