।। প্রথম কলকাতা ।।
Easy Tips for Pain of Earring: দীপিকার মতোই ভারী কানের দুল পরলেও আর হবে না কানে ব্যথা। ভারী কানের দুল পরতেই পারেন না। আলিয়ার মত এরকম ঝুমকো পরতে চান? কিন্তু এক-দু ঘন্টার বেশি কানে রাখতেই পারেন না। দীর্ঘ সময় ধরে এগুলো পরে থাকলে কানে খুবই ব্যথা হয়। এছাড়াও কানের লতিতেও টান পড়ে। ব্যথার চোটে আর বড় কানের পরাই হয় না? আজ আপনাদের এমন এক টাপস দেবো যাতে যত ভারী দুল পরুন না কেন ব্যথা হবে না। বিয়েবাড়িতে ভারী ঝুমকো কানের দুল পড়ার প্ল্যান থাকলেও ব্যথা নিয়ে চিন্তা? ঝুমকো পরেও যদি কানে ব্যথা না হত, কী ভালো হত বলুন তো! আচ্ছা কী কী পদ্ধতি মেনে চললে কানে বড় দুল পরলেও ব্যথা হবে না?
ভারী দুল পরার আগে ক্রিম আপনার কানের লতিতে লাগিয়ে নিন। বেশ কিছক্ষণ ধরে শুকাতে দিন।য়ধরুন রাতে বিয়েবাড়ি আছে তাহলে বিকেলবেলায় ক্রিম মাখিয়ে রাখুন। এতে আপনি সহজেই কানের দুল পরতে পারবেন কানে চাপও পড়বে না। ব্যথাও কম হবে। ভারী কানের দুলের সঙ্গে সাধারণত ছোট স্টিলের রঙের একটি প্যাচ থাকে যা কানের লতিতে বেশি চাপ দেয়। ফলে কানে ব্যথা হয়। এই ধরনের প্যাচের বদলে ভারী ও বড় কানের দুলের সঙ্গে রবারের তৈরি প্যাচ ব্যবহার করুন। সংবাদমাধ্যমে এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।
শাড়ি হোক চুড়িদার কানে একটি বড় দুল সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দেয়। কিন্তু কানে বেশিক্ষণ রাখবেন কীভাবে? ঘরোয়া এই উপায়গুলিতে পরে ফেলুন ভারী দুল। বিশেষজ্ঞদের মতে সব সময় যে বড় ঝুমকো মানেই ভারী দুল তা নয়। বড় অথচ হালকা দুল বহু সময়ই পাওয়া যায় বাজারে। একটু খোঁজ করলেই তা পেয়ে যাবেন। আপনি কানের দুলে পরার সময় এরকম চেন পরে নিতে পারেন। এটি দুলের ওজন কিছুটা কমিয়ে দেয় কারণ চেনের উপরেও এই দুলের ভার পড়ে। শাড়ী, চুড়িদার, শালোয়ারের সঙ্গে প্রত্যেকেই একটু ভারী বা ঝুমকো কানের দুল পরতে চান। আর ভারী কানের দুলগুলো আপনার লুকটাই বদলে দেবে।তাই এই টিপস গুলো একটু মেনে দেখুন উপকার পাবেনই।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম