।। প্রথম কলকাতা ।।
বাঙালি মানেই তাঁর ভালো নামের পাশাপাশি ডাক নাম থাকাটা একপ্রকার বাধ্যতামূলক। টলিপাড়ার তারকাদের ক্ষেত্রেও এর অন্যথা হয় না। মা-বাবা, আত্মীয় স্বজন থেকে শুরু করে কাছের মানুষেরা এই ডাক নামেই সাধারণত ডেকে থাকেন। শুনলে হয়তো অবাক হবেন, টলিউডের নামীদামী সেলেবদেরও বিচিত্র সব ডাক নাম রয়েছে। চলুন ঝটপট জেনে নেওয়া যাক তাঁদের ডাক নামগুলি কী কী। স্বস্তিকা মুখোপাধ্যায়, তাঁর ব্যক্তিত্ব বেশ আকর্ষণীয়। সেই স্বস্তিকারই ডাক নাম কিনা ‘ভেবলি’! প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তের সৌজন্যে এখন অবশ্য ইন্ডাস্ট্রির অনেকেই এই নাম জেনে গিয়েছেন।
পাওলি দাম: যেমন সুন্দরী দেখতে, তেমনই তুখোড় তাঁর অভিনয়। সেই পাওলির ডাক নাম হল ‘পাও’। তাঁর কাছের মানুষরা এই নামেই তাঁকে ডাকেন।
টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। তার ডাকনাম পুতাই। জন্মের পর তার কাকা এই নাম দেন। শুভশ্রীর বেশ পছন্দ এই নামটি।
শ্রাবন্তী চট্টোপাধ্যায়, টলিপাড়ার এই সুন্দরী অভিনেত্রীকে নিয়ে সংবাদমাধ্যম এবং সমাজমাধ্যমে চর্চা লেগেই থাকে। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের কৌতুহলের শেষ নেই। সেই শ্রাবন্তীর ডাক নাম হল ‘মিষ্টি’, ‘গিন্টু’।
মিমি চক্রবর্তী, টলিউডের সুন্দরী অভিনেত্রী তিনি। মিমি বলতেই অজ্ঞান অনেকেই। সেই নায়িকার একাধিক ডাক নাম রয়েছে। অভিনেত্রীর মা তাঁকে ‘মোনা সোনা’ বলে ডাকেন। অপরদিকে তাঁর বাবা তাঁকে ‘বকপাখি’ বলে ডাকেন। এই নাম দেওয়ার পিছনে অবশ্য একটি কারণও রয়েছে। কারণ ছেলেবেলায় নাকি প্রায়ই মিমি এক পায়ের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকতেন। সেখান থেকেই তাঁর এই নামকরণ।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় টলিউডের পাশাপাশি বঙ্গ রাজনীতিরও পরিচিত মুখ হলেন সায়ন্তিকা। সুন্দরী এই অভিনেত্রী বহু পুরুষের ‘ক্রাশ’। সেই সায়ন্তিকার বাবা তাঁকে ‘দধিমণি’ বলে ডাকেন। এই নাম দেওয়ারও একটি কারণও রয়েছে। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সাহসী চরিত্রে তার জুড়ি মেলা ভার। তার ডাক নাম হল চুমকি। তার বাবা এই চুমকি নামটি দিয়েছিলেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম